TMC MP Vs MLA: 'পছন্দ করি না', তৃণমূলের সাংসদ বনাম বিধায়ক! কুণাল ঘোষের অনুষ্ঠানে বিড়ম্বনা, শোরগোল

Last Updated:

TMC MP Vs MLA: শনি মন্দির উদ্বোধনে এসেও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক তাপস রায়ের মধ্যে ঠান্ডা লড়াই! 

সুদীপ-তাপস সংঘাত
সুদীপ-তাপস সংঘাত
ওঙ্কার সরকার, কলকাতা : শনি মন্দির উদ্বোধনে এসেও তৃণমূলের নেতাদের গোষ্ঠী কোন্দল! বিধায়ক তাপস রায়কে দেখেই অনুষ্ঠান ছাড়লেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়!
শনিবার রামমোহন রায় রোডে নগেন্দ্র মঠের শনি মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। অনুষ্ঠান শুরু হওয়ার বেশ খানিকক্ষণ আগেই রামমোহন রায় রোডের শনি মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে এসে পৌঁছন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আচমকাই অনুষ্ঠান শুরুর আগেই বেরিয়ে যান তিনি।
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায় ঢোকার ঠিক পরের মুহূর্তেই অনুষ্ঠানে হাজির হন বরানগরের বিধায়ক তাপস রায়। রাজনৈতিক নিন্দুকদের বক্তব্য, তাপস রায়কে দেখেই শনি মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “যারা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তাঁদের সকলকে আমি পছন্দ করি না! “
advertisement
advertisement
পাল্টা বিধায়ক তাপস রায়ের বক্তব্য, ” কে কখন আসবেন, কে কখন বেরিয়ে যাবেন এই নিয়ে আমি কী করে বলব! আমাকে ডেকেছে কুণাল, তাই এসেছি। ” তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয় নিয়ে খানিক ঢোক গিলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “সুদীপ দা অনুষ্ঠান শুরুর বেশ খানিকক্ষণ আগেই এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক জায়গায় দেখা হওয়ার কথা ছিল। তাই জন্য নির্দিষ্ট সেই জায়গায় তিনি আগে পৌঁছানোর চেষ্টা করছিলেন, তাই অনুষ্ঠান শুরুর আগেই বেরিয়ে যান!”
advertisement
এদিনের রামমোহন রায় রোডের শনি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলেঘাটার বিতর্কিত তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্কর। সম্প্রতি অস্ত্র আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে আদালতের রায়ে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক মদন মিত্র কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MP Vs MLA: 'পছন্দ করি না', তৃণমূলের সাংসদ বনাম বিধায়ক! কুণাল ঘোষের অনুষ্ঠানে বিড়ম্বনা, শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement