Subhranshu Roy: ফের 'ঘরে' ফিরছেন শুভ্রাংশু? বেসুরো মুকুলপুত্রকে নিয়ে যা জানাল তৃণমূল...

Last Updated:

খোদ মুকুল রায়ের (Mukul Roy) পুত্র বীজপুরের (Bijpur) প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে শুক্রবার৷

#কলকাতাঃ ফের তৃণমূলে ফিরছেন শুভ্রাংশু রায়? শুক্রবার রাতে মুকুলপুত্রের ফেসবুক পোস্টের পর থেকে এখন এই প্রশ্নই ঘুছে শাসকদলের অন্দরে। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) যাদের গলায় শোনা গিয়েছিল তৃণমূলের অন্দরে থেকে নাকি কাজ করা যাচ্ছে না, আজ তাঁরাই আবার তৃণমূলের (TMC) গুণগান করছেন জনসমক্ষে। খোদ মুকুল রায়ের (Mukul Roy) পুত্র বীজপুরের (Bijpur) প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) ফেসবুক পোস্ট (Facebook Post) ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে শুক্রবার৷ তবে সেখানে স্পষ্ট করে সেখানে দল বদলের কথা না থাকলেও, নিজের দল বিজেপি-র জন্যই আত্মসমালোচনার বার্তা দিয়েছেন তিনি৷ তবে এই পোস্ট পুরনো দল তৃণমূলের জন্য কোনও সংকেত রয়েছে কি না তা আপাতত স্পষ্ট নয়৷
শুভ্রাংশুর শনিবারের পোস্টের বিষয়ে এ বারে মুখ খুলল তৃণমূল। রবিবার তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "বিজেপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাঁদেরও ওঁর মতনই মনে হয়েছে। ক-জন যোগদান করবেন আমি জানি না। তবে অনেকেই যোগদান করেছেন এটা বলতে পারি।"
advertisement
ফেসবুক পোস্টে মুকুল পুত্র লিখেছেন, 'জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন৷' তবে কী প্রেক্ষিতে তিনি এই পোস্ট করলেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি শুভ্রাংশু৷ প্রতিক্রিয়া পাওয়া না গেলেও শুভ্রাংশুর পোস্ট ঘিরে রাজ্য বিজেপি-র অন্দরেও আলোড়ন ছড়িয়েছে৷ প্রসঙ্গত, এ বারের নির্বাচনে বীজপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু৷ ২০১৯ সালের মে মাসে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি৷
advertisement
এ দিকে, দিলীপ ঘোষ বলেছেন 'দুয়ারই নেই, কিসের দুয়ারে ত্রাণ'? এ প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, "দুয়ারে ত্রাণ একটি সিম্বলিক নাম। আগে মানুষকে BDO অফিসে গিয়ে ত্রাণ নিতে হত, এখন তা করতে হবে না। দিলীপবাবু এ রকম অনেক কথাই অনেক জায়গায় বলে বেড়াচ্ছেন। বিজেপি নিজে ভোটে জিততে পারেনি বলে এ সব বলে আমাদের ব্যতিব্যস্ত করে মারছে।" বিজেপির রাজ্য সভাপতি বলছেন দুয়ারে ত্রাণ নিয়ে রাজনীতি করছে সরকার? সুখেন্দুশেখর রায়ের জবাব, "উনি একবার বলছেন ত্রাণ দেওয়া হচ্ছে না, একবার বলছেন রাজনীতি করা হচ্ছে সেই ত্রাণ নিয়েই। উনি নিজেই জানে না কী বলছেন।
advertisement
সুখেন্দুশেখর রায়ে আরও বলেন, "NDA সরকারের সাত বছর পূর্ণ হল। এত খারাপ সরকার কোনওদিন দেখিনি। অর্থনীতি ভেঙে পড়েছে। রাষ্ট্রের বিমানবন্দর থেকে বন্দর সবই বেচে দিচ্ছে। মুষ্টিমেয় কয়েকজন প্রভাবশালী আরও প্রভাবশালী হয়ে উঠছে। করোনাকালে কোনও কাজ করেনি। শুধু আমাদের কাজ করতে বাধা দিচ্ছে। বিড়ম্বনা বাড়াচ্ছে।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subhranshu Roy: ফের 'ঘরে' ফিরছেন শুভ্রাংশু? বেসুরো মুকুলপুত্রকে নিয়ে যা জানাল তৃণমূল...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement