TMC: 'পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন', বেনজির অভিযোগ তুললেন চন্দ্রিমা

Last Updated:

TMC: একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালকে নিশানা কললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

বেনজির অভিযোগ তুললেন চন্দ্রিমা
বেনজির অভিযোগ তুললেন চন্দ্রিমা
কলকাতা: একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালকে নিশানা কললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “রাজতন্ত্র চলে গেছে। তার লালচক্ষু রাজতন্ত্র রয়ে গেছে। প্রধানমন্ত্রীর রাজতন্ত্র চলছে। গরীব মানুষের টাকা যাঁরা কাজ করেছেন, তারা টাকা পাননি। ২ বছর পেরিয়ে গেলেও টাকা দেওয়া হচ্ছে না। মানুষের হকের টাকা না দিলে কী করে ছিনিয়ে আনতে হয়, তা অভিষেক বন্দোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন।”
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বলেন, “আন্দোলন কী করে করতে হয়, সবাই দেখেছেন। শান্তিপূর্ণ সত্যাগ্রহের মুখ যা গান্ধীজী দেখিয়েছিলেন, আমরা সেই পথেই গিয়েছিলাম। কিন্তু রাস্তায় যা পুলিশ দেখলাম। দেখে মনে হল আমরা যেন অন্যায় করতে এসেছি।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “মন্ত্রী গিরিরাজ সিং প্রথমে বললেন দেখা করবেন না। বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখা করবেন। দুপুর ১২’টার বদলে সাড়ে ৬’টায় দেখা করবেন বললেন। রাষ্ট্রমন্ত্রী দেখা করছেন না। তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। আজ আবার রাজ্যপাল পালিয়ে গেলেন। কোচি-দিল্লি-শিলিগুড়ি-দিল্লি ঘুরছেন। আসলে পালিয়ে গেলেন। বাংলার মানুষের হকের টাকা তাকে দিতে হবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: 'পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন', বেনজির অভিযোগ তুললেন চন্দ্রিমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement