TMC: 'নোংরা খেলা খেলতে পারে ওরা!' কেন্দ্রের নয়া বিল নিয়ে তোপ ডেরেকের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
TMC: বিলের বিরোধিতা করে সংশ্লিষ্ট নেতৃত্বকে এই বিলের প্রতিবাদ করার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সংসদের বিশেষ অধিবেশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের নিয়োগ সংক্রান্ত বিল বা সিইসি বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রেক্ষিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে শুক্রবার কড়া ভাষায় নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি অত্যন্ত ‘মরিয়াভাবে’ এই ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক পদক্ষেপ’ করছে।
গত বুধবার জারি করা লোকসভা ও রাজ্যসভার বুলেটিন অনুসারে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সংসদে বিশেষ অধিবেশনে সেই সিইসি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার, যে বিলে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইসি) এবং অন্য নির্বাচনী আধিকারিকদের (ইসি) নিয়োগের দায়িত্বপ্রাপ্ত প্যানেল থেকে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী আধিকারিকদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, এই বিল সরাসরি তার পরিপন্থী।
advertisement
advertisement
এই বিলের বিরোধিতা করে সংশ্লিষ্ট নেতৃত্বকে এই বিলের প্রতিবাদ করার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধিতার সেই সুরেই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘একদিকে আমরা সংসদে গণতন্ত্র উদযাপন করে বক্তৃতা করছি। আর অন্যদিকে, সেই একই বিশেষ অধিবেশনে ওরা (কেন্দ্রীয় সরকার) এই (সিইসি) বিল আনছে। যা একেবারেই অগণতান্ত্রিক। কারণ, ওরা জানে, ২০২৪ সালের আসন্ন নির্বাচনে (লোকসভা নির্বাচন) ওদের পরাজয় নিশ্চিত।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘কোন উদ্দেশ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল, সেটা এখনও স্পষ্ট নয়। আমি একথা বলছি, কারণ, সংশ্লিষ্ট কর্মসূচির তালিকায় তারা একটি অত্যন্ত সন্দেহজনক বাক্য লিখে রেখেছে। তাতে বলা হয়েছে, এটিই সংশ্লিষ্ট কর্মসূচির পূর্ণাঙ্গ তালিকা নয়। ওরা যে কোনও নোংরা খেলা খেলতে পারে এবং শেষ মুহূর্তে কোনও কর্মসূচি তালিকায় সংযুক্ত করতে পারে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2023 4:41 PM IST








