Sukhendu Sekhar Roy: 'জাগো বাংলা'য় ইস্তফা সুখেন্দুর! নতুন সম্পাদক হলেন কে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মঙ্গলবার সকালেই জাগো বাংলার সম্পাদক পদে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবার তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক করা হল শোভনদেব চট্টোপাধ্যায়কে। আরজি কর কাণ্ডে তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় করা একের পর এক পোস্ট অস্বস্তি বাড়িয়ে দেয় শাসকদলের।
কলকাতা: মঙ্গলবার সকালেই জাগো বাংলার সম্পাদক পদে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবার তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক করা হল শোভনদেব চট্টোপাধ্যায়কে। আরজি কর কাণ্ডে তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় করা একের পর এক পোস্ট অস্বস্তি বাড়িয়ে দেয় শাসকদলের।
আজ, মঙ্গলবার সকালেই সম্পাদক পদ থেকে ইস্তফা দেন সাংসদ সুখেন্দু শেখর রায়। সোমবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর। ওই পোস্টে লেখা ছিল ‘সত্যমেব জয়তে’, সেই সঙ্গে অশোকস্তম্ভের ছবি। আরজিকরের তত্কালীল প্রধান এবং কলকাতা পুলিশের প্রধানকে জিজ্ঞাসাবাদের দাবিও করেন তিনি।
My 2 fold demands were for custodial interrogation of 2 heads of RG Kar Hospital and Kolkata Police have now been accepted under pressures from popular movement unleashed by Jr. Doctors and millions of people. Satyameva Jayate. I’m happy like everybody.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 16, 2024
advertisement
advertisement
সোমবার মধ্যরাতে এক্স পেজে সুখেন্দু লিখেছেন, “আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।” তারপরেই তিনি ইস্তফার কথা ঘোষণা করেন।
advertisement
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 16, 2024
প্রসঙ্গত, সোমবার রাতেই তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক পদ থেকে ইস্তফা দেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি রাতেই ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর। তবে তা গৃহীত হয়েছে কি না, সে বিষয়টি এখনও জানা যায়নি। এই বিষয় নিয়ে সুখেন্দুশেখর নিজেও কিছু জানেন না বলে জানা গেছে।
advertisement
প্রথম থেকেই আরজি কর কাণ্ড নিয়ে সরব ছিলেন তৃণমূল সাংসদ। সঠিক বিচারের দাবিতে, তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠিও লিখেছিলেন। যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে ‘বিদ্রোহী’ বিশেষণও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 5:33 PM IST