নজরুল মঞ্চে আজ তৃণমূলের কর্মিসভা! পঞ্চায়েত ভোটের আগে বিশেষ কোনও বার্তা দেবেন মমতা?

Last Updated:

আর কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। সেই দিকে তাকিয়ে আজকে তৃণমূলের এই কর্মসূচি খুবই তাৎপর্যপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
#কলকাতা: রজত জয়ন্তী বর্ষ উৎযাপন করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোমবার অর্থাৎ ২ জানুয়ারি দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি ঘোষণা করবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোমবার নজরুল মঞ্চে একটি প্রচার কর্মসূচি ঘোষণা করবে, যেখানে রাজ্য সরকারের দেওয়া সামাজিক প্রকল্পগুলির বহুমুখী দিকগুলি দেখানো হবে।
তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং রাজ্য মন্ত্রী সহ বিভিন্ন উৎসাহী দলীয় কর্মীকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন। রাজ্য, জেলা ও ব্লক কমিটির আধিকারিকদের পাশাপাশি দলের মহিলা ও যুব ফ্রন্টের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নজরুল মঞ্চে আজকের অনুষ্ঠানটি, দলীয় কর্মীদের সম্মেলন হিসাবে ঘোষিত হলেও এই দিনটি তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর একেবারে পরের দিনই করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, ১৯৯৮ সালের জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা দল গঠন করেছিলেন। ইতিমধ্যেই সমাবেশ স্থল পরিদর্শন করে গিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement
এদিন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। পাশাপাশি একটি বহুমুখী সামাজিক প্রকল্প চালু করা হতে পারে, যা ৩,০০০-এর বেশি গ্রাম পঞ্চায়েত-সহ রাজ্যের বিস্তৃত এলাকা জুড়ে কোটি কোটি পরিবারের কাছে পৌঁছোবে।
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বাংলার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস 'দিদিকে বলো', 'বাংলার গর্ব মমতা' এবং 'বাংলা নিজের মেয়েকে চায়'-এর মতো অনুরূপ প্রচার ইভেন্ট চালু করেছিল। এই কর্মসূচিগুলি দলের জন্য প্রচুর প্রশংসার কাজ করেছিল।
advertisement
আর কয়েকমাসের মধ্যেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। সেই দিকে তাকিয়ে আজকে তৃণমূলের এই কর্মসূচি খুবই তাৎপর্যপূর্ণ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সেই দিকেই নজর রাজনৈতিক মহলেরও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরুল মঞ্চে আজ তৃণমূলের কর্মিসভা! পঞ্চায়েত ভোটের আগে বিশেষ কোনও বার্তা দেবেন মমতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement