আগামিকাল জলপাইগুড়িতে সমাবেশ, তৃণমূলের নজরে চা-বলয়ের ভোট

Last Updated:

TMC : আজ থেকে শুরু সম্মেলন। আগামিকাল বক্তা অভিষেক বন্দোপাধ্যায়। 

গত কয়েক বছরে চা-বাগান এলাকায় একাধিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার
গত কয়েক বছরে চা-বাগান এলাকায় একাধিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার
কলকাতা : শ্রমিকদের সব সমস্যার সমাধানে জলপাইগুড়ি জেলায় আগামিকাল ১১ সেপ্টেম্বর রবিবার সম্মেলন হবে। ১১ সেপ্টেম্বর রবিবার মালবাজারের আরআর স্কুলের মাঠে বেলা ১টায় হবে সমাবেশ । সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা-বলয়ে এরই প্রস্তুতি চলছে জোরকদমে। হলদিয়া মডেলে চা-বলয়ে সম্মেলন ও সমাবেশে শ্রমিকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই তৈরি হবে সংগঠনের রূপরেখা। এমনটাই জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "উত্তরের চা-শ্রমিকরা এই সম্মলনে উপস্থিত থাকবেন। হলদিয়ার মতোই থাকবে কাচের বয়াম। জেলাভিত্তিক যে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে যাঁরা বলতে ইচ্ছুক তাঁরা কাগজে নাম লিখে বয়ামে জমা দেবেন। লটারি করে নাম নির্বাচন করা হবে। নেতৃত্ব যাঁরা তাঁরা কিছু কথা বলবেন এরপর বাকি গোটা দিনই সম্মেলনের প্রতিনিধিরা বলবেন।পরের দিন অর্থাৎ ১১ তারিখ ওই সম্মেলনের নির্যাস নিয়েই চা-শ্রমিকদের এ-যাবৎকালের বৃহত্তর সমাবেশে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কালচিনি এবং নকশালবাড়িতে চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। সেই সম্মেলনেও চা-শ্রমিকদের সুবিধা, অসুবিধা প্রতিটি বিষয় তুলে ধরা হয়। বাংলার বুকে চা শ্রমিকদের নিয়ে এই সভা নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। বাম জমানায় ও পরবর্তীতে বিজেপি শ্রমিকদের প্রলোভিত করেছে। কিন্তু কোনওভাবেই তাদের হাতে ন্যায্য পাওনা পৌঁছে দেয়নি।"
advertisement
advertisement
আরও পড়ুন :  রানি এলিজাবেথের শেষশয্যায় রাজপরিবারের বাকিরা থাকলেও যাননি উইলিয়ামের স্ত্রী কেট, জানুন কারণ
ইতিমধ্যেই এই সমাবেশ উপলক্ষে গত এক মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরের বিভিন্ন জেলা ধরে সাংগঠনিক আলোচনা হয়েছে৷ বিভিন্ন চা-বাগানেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে৷ চা বাগানের শ্রমিকদের সাথেও এই বিষয়ে আলোচনা করেছে শ্রমিক নেতৃত্ব।গত কয়েক বছরে চা-বাগান এলাকায় একাধিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। চা বাগানের শ্রমিকদের জন্য নানা প্রকল্প নিয়ে আসা হয়েছে। এছাড়া শ্রমিকদের পেনশন ও অন্যান্য  বিষয়েও নজর দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে উত্তরের জেলায় ভাল ফল করতে গেলে ফ্যাক্টর অবশ্যই চা বাগানের ভোট। সেদিকেই নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামিকাল জলপাইগুড়িতে সমাবেশ, তৃণমূলের নজরে চা-বলয়ের ভোট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement