TMC Dharna at Delhi: রাজধানীতে রাতে বৈঠক অভিষেকের, 'মিশনের' আগে শেষ রণকৌশল সেনাপতির!

Last Updated:

TMC Dharna at Delhi: ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ‘বিগ ডে’৷ কেন্দ্রের কাছ থেকে বঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷

রাতেই বৈঠকে অভিষেক
রাতেই বৈঠকে অভিষেক
নয়াদিল্লি: ৫৮ লোধি এস্টেটে সৌগত রায়ের বাড়িতে রবিবার রাতে জরুরি বৈঠক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের নেতৃত্বে বলেই তৃণমূল সূত্রে খবর। হাজির থাকবেন তৃণমূলের সব সাংসদ ও মন্ত্রীরা। এছাড়া বেশ কয়েকজন গু্রুত্বপূর্ণ বিধায়কও থাকবেন। আগামীকাল, সোমবার থেকে শুরু হবে তৃণমূলের দিল্লি মিশন। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দলের নেতাদের নিয়ে এই বৈঠক বলে খবর।
২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ‘বিগ ডে’৷ কেন্দ্রের কাছ থেকে বঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের প্রথমসারির নেতারা৷ কর্মীদের নিয়ে রওনা দিয়েছে একাধিক বাসও৷ রবিবার বিকেলে দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
advertisement
বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে ইডির হাজিরা-ও এড়াতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা৷ এদিন বিকেল পৌনে সাড়ে ৪টা নাগাদ দিল্লিতে রওনা দেওয়ার উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তিনি৷ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন৷ কেন্দ্রের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, ‘‘ধমকে চমকে লাভ হবে না.. এর শেষ দেখে ছাড়ব৷’’
advertisement
এদিন দিল্লি যাত্রার আগে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক৷ দাবি করেন, নির্বাচনে পরাজিত হয়েই প্রকল্পের টাকা না দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের শাসকদল৷ বলেন, ‘‘হেরে গিয়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা! বিজেপি গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে৷’’ তাঁর প্রশ্ন, ‘‘ (বিজেপি) রাজ্য সভাপতি বলছে এক ফোন করব টাকা চলে আসবে!’’
advertisement
এদিকে সোমবারই পৃথক আরও একটি রাজনৈতিক কর্মসূচি করতে চলেছে বিজেপির মহিলা মোর্চা। ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশ ধরনা অবস্থানের ডাক দেওয়া হয়েছে। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন,’ বিভিন্ন প্রকল্পের দুর্নীতি আজ প্রমাণিত। এ রাজ্যের মহিলারাও সুরক্ষিত নয়। প্রতিদিন রাজ্যে মহিলারা আক্রান্ত হচ্ছে।’ পাশাপাশি উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ। খেলা মেলা উৎসব নিয়েই মোজে রয়েছে রাজ্য সরকার বলেও তোপ দাগে বঙ্গ পদ্ম মহিলা শিবির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Dharna at Delhi: রাজধানীতে রাতে বৈঠক অভিষেকের, 'মিশনের' আগে শেষ রণকৌশল সেনাপতির!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement