Panchayat election results 2023: জেলা পরিষদেও সবুজ ঝড়! উত্তরবঙ্গ- জঙ্গলমহলেও দাপট তৃণমূলেরই, বাদ গেল না শুভেন্দুর জেলাও

Last Updated:

এমন কি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও একপেশে ভাবে জেলা পরিষদ দখল করে নিয়েছে তৃণমূল।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির পর জেলা পরিষদেও একচ্ছত্র আধিপত্য বজায় রাখল তৃণমূল কংগ্রেস৷ আজ সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১৬টি জেলা পরিষদ ইতিমধ্যেই দখল করে নিয়েছে তৃণমূল৷
ইতিমধ্যেই তৃণমূল যে জেলা পরিষদগুলি দখল করেছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগণা, বীরভূমের মমতো জেলা৷
এমন কি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও একপেশে ভাবে জেলা পরিষদ দখল করে নিয়েছে তৃণমূল।
advertisement
advertisement
এই তালিকা থেকেই পরিষ্কার, শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও কোচবিহার, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ গেরুয়া শিবির৷ আলিপুরদুয়ারের মতো জেলার চা বলয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তি িনয়ে যথেষ্ট প্রশ্ন ছিল শাসক দলের অন্দরেই৷ সেই জেলাতেও জেলা পরিষদের ১৮-টির মধ্যে ১৮টি আসনই তৃণমূল দখল করে নিয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জেলা কোচবিহারেও ১৮টির মধ্যে ২৬টি জেলা পরিষদের আসন তৃণমূলের দখলে এসেছে৷
advertisement
একই ভাবে জঙ্গলমহলেও বিজেপি-র রক্তক্ষরণ অব্যাহত রয়েছে৷ ঝাড়গ্রাম জেলা পরিষদের সবকটি আসন তৃণমূল একাই দখল করে নিয়েছে৷ পুরুলিয়া, বাঁকুড়া জেলা পরিষদেও দাগ কাটতে ব্যর্থ বিজেপি৷ উত্তর চব্বিশ পরগণাতেও জেলা পরিষদের ৬৬টি আসনের সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল৷ মুর্শিদাবাদ, মালদহের মতো জেলায় বাম-কংগ্রেস লড়াই দিলেও জেলা পরিষদ দখল করতে অসুবিধা হয়নি তৃণমূলের৷ অন্যান্য জেলাতেও ছবিটা কমবেশি একই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election results 2023: জেলা পরিষদেও সবুজ ঝড়! উত্তরবঙ্গ- জঙ্গলমহলেও দাপট তৃণমূলেরই, বাদ গেল না শুভেন্দুর জেলাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement