Tmc Brigade Rally: ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, 'বহিরাগত অত্যাচারীদের' বিরুদ্ধে লক্ষ্য রেকর্ড ভিড়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tmc Brigade Rally: ফেসবুকে ব্রিগেড চলো-র ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। আগামী ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল জনগর্জন সভার মূল বক্তা স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফেসবুকে ব্রিগেড চলো-র ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উল্লেখ করেন, ”বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা – ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগড চলো।”
প্রসঙ্গত, তৃণমূলে দখলে থাকা আরামবাগ দিয়ে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি। আগামী ১ মার্চ আরামবাগ আসছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বাংলায় প্রচারাভিযান শুরু করবেন তিনি। এর আগে বারাসতে তাঁর সভা করার কথা ছিল। কিন্তু তিনি আরামবাগ দিয়েই প্রচার শুরু করবেন।
আরামবাগের পর ২ তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার পর আবার ৮ মার্চ বারাসতে সভা করবেন তিনি। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তিনবার বাংলায় আসবেন মোদি।
advertisement
advertisement
এরপরই ১০ মার্চ ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূলে। ইতিমধ্যেই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ব্রিগেড থেকেই যে তিনি লোকসভা ভোটের মূল প্রচার শুরু করবেন, তা বলাই বাহুল্য। এদিকে, ইন্ডিয়া জোটের কোন কোন মুখ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, তা এখনও স্পষ্ট না হলেও ব্রিগেডে যে চমক থাকবেই তা নিয়ে নিশ্চিত তৃণমূল নেতারাও। মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়েই ব্রিগেড থেকে সুর চড়াবেন তৃণমূল নেত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2024 3:39 PM IST