বিধানসভা ভোটের আগে জনসংযোগের অন্যতম হাতিয়ার পুজো, শাসক-বিরোধী উভয়েই প্রস্তুত জনসংযোগ নিয়ে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সাংসদদের তাঁদের এলাকার পুজোয় যেতে বলা হচ্ছে নিয়ম করে। বিধায়কদের তাদের এলাকায় প্রতি পুজোয় যেতেই হবে, প্রয়োজনে একাধিকবার। পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে বলা হয়েছে।
আবীর ঘোষাল, কলকাতা: বিধানসভা ভোটের আগে জনসংযোগ। দুর্গাপুজোর আবহে জনসংযোগ সেরে নিতে চায় শাসক দল। বুথ সভাপতি থেকে বিধায়ক-সাংসদ-মন্ত্রী। সকলকেই নিবিড় জনসংযোগে ব্যস্ত থাকতে বলছে শাসক দল। শাসক দলের একাধিক নেতা যুক্ত বিভিন্ন পুজোর সঙ্গে। সেই আবহেই ভিড়ের মাঝে জনসংযোগ সারবেন তাঁরা। সাংসদদের তাঁদের এলাকার পুজোয় যেতে বলা হচ্ছে নিয়ম করে। বিধায়কদের তাদের এলাকায় প্রতি পুজোয় যেতেই হবে, প্রয়োজনে একাধিকবার। পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। আমাদের পাড়া, আমাদের সমাধান থেকে কী কী অসুবিধা দূর হল তা জানা যাবে। কোন এলাকায় কী কী ধরণের সমস্যা তা জেনে নেওয়া যাবে।
চলতি বছরে একাধিক পুজো বাঙালি অস্মিতার বার্তা দিচ্ছে। কেন বাঙালি ইস্যুতে সরব তৃণমূল তা বোঝানো যাবে। সূত্রের খবর, পুজো মিটলে এবারও বিজয়া সম্মিলনীর আয়োজন করবে শাসক দল।রাজ্য জুড়ে কয়েক শো বিজয়া সম্মিলনী করবেন তারা। এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে ‘বাঙালি অস্মিতা’র লড়াইয়ে নেমেছে বিজেপি। বিজেপির এই নতুন কর্মসূচির নাম ‘বাঙালি মিলন সমারোহ’ যা ‘দুর্গা সহায়’ কর্মসূচির অংশ।
advertisement
advertisement
এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু বাংলা নয়, দেশের প্রতিটি প্রান্তে এবং দেশের বাইরেও যেখানে দুর্গাপুজো হয় সেখানে বাঙালির পাশে দাঁড়ানো। এর জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন বিজেপির সর্বভারতীয় দুই সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম এবং তরুণ চুঘ। প্রতিটি রাজ্যে একজন নেতাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এই উদ্যোগ বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি সম্মান জানানোর জন্য। বিজেপি নেতৃত্বের একাংশ অবশ্য এবিষয়ে স্পষ্ট জানিয়েছেন, এটি সম্পূর্ণ দিল্লি সরকারের উদ্যোগ। তারা বাঙালিদের আবেগকে সম্মান জানাতে চাইছে।
advertisement
পুজোর সময় রাজ্যজুড়ে জনবহুল এলাকায় ও বড় পুজো মণ্ডপের কাছাকাছি দলীয় বুক স্টল করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, হল ভাড়া করে দুর্গাপুজো করতে হয়। যাদের দলে কয়েকটা দলবদলু ছাড়া কারও পুজোর সাথে যোগ নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 11:19 AM IST

