দিল্লিতে আজ নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল, কারা আছেন তালিকায়?

Last Updated:

TMC: ভার্চুয়াল বৈঠকে আগেই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১০ জনের নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মঙ্গলবার চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল।

কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল
কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল
কলকাতা: ভার্চুয়াল বৈঠকে আগেই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ১০ জনের নাম জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মঙ্গলবার চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল।
সূত্রের বেলা এগারোটায় এসআইআর বিষয়ে তাঁদের একাধিক অভিযোগ প্রমাণ-সহ তুলে ধরতে কমিশনে আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের ১০ সংসদীয় প্রতিনিধি। কমিশনের তরফে ১০ জনকেই বৈঠকের জন‍্য অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে অবশ‍্য এখনও ধোঁয়াশা রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, জ্ঞানেশকে লেখা চিঠিতে ডেরেক জানিয়েছিলেন, আজ শুক্রবার কমিশনে যাবেন সাংসদ শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং তিনি নিজে।
সাম্প্রতিক সময়ে মুখ্য নির্বাচন কমিশনারকে দু-দু’বার চিঠি দিয়েছেন মমতা। গত সপ্তাহে জ্ঞানেশকে লেখা চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
advertisement
মুখ্যমন্ত্রী চিঠিতে বিএলওদের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন। সাম্প্রতিক সময়ে রাজ্যের তিন জন বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু এবং কয়েক জনের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। তৃণমূলের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই এ হেন ঘটনা ঘটছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে কমিশনের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেন।
advertisement
তিনি ১০ জন সাংসদের নামোল্লেখ করে তাঁদের কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গত ২০ দিনে যে যে অভিযোগ তৃণমূল জানিয়েছে, তা নিয়ে কমিশন পদক্ষেপ করেনি কেন, তার জবাব চাওয়ার নির্দেশ দেন অভিষেক।
পাশাপাশি, যে বিএলওরা কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন, তাঁদের সুইসাইড নোটও অভিষেক নিয়ে যেতে বলেন দিল্লিতে। কমিশনকে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করালেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছ্বভাবে SIR পরিচালনা করে থাকে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিক।
advertisement
তৃণমূল সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক লাইভ টেলিকাস্ট করা হোক। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের। অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ্ব হয় তাহলে ওই বৈঠকের লাইভ টেলিকাস্ট হোক।
অভিষেক সোশাল মিডিয়ায় বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিল্লিতে আজ নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল, কারা আছেন তালিকায়?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement