উৎপল দত্তের তিতুমীর ফের মঞ্চে

Last Updated:

উৎপল দত্তের তিতুমীর ফের মঞ্চে

#কলকাতা: একদিন স্বাধীনতা যুদ্ধের কথা বলেছিল। আজ সেই নাটকই বর্তমানের অস্থির সময়ের কথা বলে। উৎপল দত্তের তিতুমীর ফের মঞ্চে। সম্প্রতি মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি মাঠে মঞ্চস্থ হল তিতুমীর। আঙুল তুলল অসিহষ্ণুতার বিরুদ্ধে।
পরাধীন ভারতবর্ষ। বাংলার সঙ্গে অবিভক্ত ২৪ পরগনা জেলা জুড়ে তখন স্বাধীনতা সংগ্রাম। কৃষক নেতা তিতুমীরের বাঁশের কেল্লা। ঐ কেল্লাই স্পর্ধার প্রতিরোধ। সেই তিতুমীরকে ঘিরেই গড়ে উঠেছিল বাংলার কৃষকদের স্বাধীনতার লড়াই। সেই লড়াইকে ভিত্তি করেই এই নাটক। আলো আঁধারি মঞ্চে উঠে আসা ইতিহাস। ধর্মের ওপর ভিত্তি করে নয় দেশের স্বাধীনতা যুদ্ধ গরীব কৃষক-মজুরের প্রতিরোধের ইতিহাস।
advertisement
সফল নির্দেশক। প্রতিটি দৃশ্যই তুলে এনেছে টানটান উত্তেজনার ছবি। বাংলা নাটকের পরিচিত নাট্য অভিনেতার পাশাপাশি একদল ভবিষ্যতের অভিনেতাও অভিনয় করেছেন। কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে তিতুমীর নাটকটি ঞ্চস্থ করে চলেছেন হাওড়া থিয়েটার পরিবর্তকের কুশীলবরা। প্রশংসিত হয়েছে। আশাও জাগাচ্ছে থিয়েটার পরিবর্তক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎপল দত্তের তিতুমীর ফের মঞ্চে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement