Tirreti Bazar Fire News: টেরিটি বাজারে ভয়াবহ আগুন! ধোঁয়ায় ঢাকল ঘিঞ্জি এলাকা! আগুন ছড়ানোর আতঙ্ক!

Last Updated:

Tirreti Bazar Fire News: দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা! ঘিঞ্জি এলাকা হওয়ায় ঢুকতে পারছিল না দমকলের গাড়ি! জানুন কী অবস্থা এই মুহূর্তে!

#কলকাতা: টেরিটি বাজারে ভয়াবহ আগুন। খোদ কলকাতাতে ঘটল ভয়াবহ ঘটনা! এমনিতেই টেরিটি বাজার খুব ঘিঞ্জি এলাকা। এখানে আগুন লাগা মানে প্রায় সঙ্গে সঙ্গেই চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে আগুনের! টেরিটি বাজারের একটি বাড়ির তিনতলায় প্রথমে আগুন লাগে! জানা গিয়েছে ওই বাড়ির তিনতলা স্টোররুম হিসেবে ব্যবহার করা হত! আর সেখানেই লেগে যায় এই ভয়াবহ আগুন। আগুন লাগার খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি গাড়ি সেখানে এসে পৌঁছেছে। কিন্তু এই এলাকার গলি এতটাই ঘিঞ্জি যে গাড়ি ঢোকার সমস্যা হচ্ছে! গাড়ি না ঢোকায়, পাইপে করে জল নিয়ে আগুন নেভানোর কাজ চলছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বেশ পুরোনো। ওই বাড়ির দোতালার বাসিন্দাদের নীচে নামিয়ে আনা হয়েছে সুস্থ ভাবেই! তবে এখনও চলছে আগুন নেভানোর চেষ্টা। যেহেতু টেরিটি বাজার খুব ঘিঞ্জি তাই আগুন ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর কিছু জানা যায়নি।
advertisement
advertisement
সূত্রের খবর, সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। পরিস্থিতি দেখে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু এখন অনেকটা ধোঁয়া রয়েছে। দমকলের অফিসাররা কাজ করছেন। সবকিছু মিটতে সময় লাগবে। সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে একটা কথা শোনা যাচ্ছে। কিন্তু তা ঠিক নয়। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পরই জানা যাবে। জানা যায়, শনিবার সন্ধের পর ওই তিন তলা বাড়িটির ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়! সেখানে কিছু পরিতক্ত জিনিস ছিল তাতেই প্রথমে আগুন লেগে যায়! প্রবল ধোঁয়ায় ভরে যায় এলাকা! দমকলকর্মীরা এখনও কাজ করছেন!
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tirreti Bazar Fire News: টেরিটি বাজারে ভয়াবহ আগুন! ধোঁয়ায় ঢাকল ঘিঞ্জি এলাকা! আগুন ছড়ানোর আতঙ্ক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement