৫০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী
Last Updated:
সকাল থেকেই রোদের দাপটে নাজেহাল শহরবাসী ৷ দিন যত গড়িয়েছে উষ্ণতার পারদ তত চরেছে ৷ কিন্তু বিকেল হতেই খুশির খবর শোনাল আলিপুর ৷
#কলকাতা: সকাল থেকেই রোদের দাপটে নাজেহাল শহরবাসী ৷ দিন যত গড়িয়েছে উষ্ণতার পারদ তত চরেছে ৷ কিন্তু বিকেল হতেই খুশির খবর শোনাল আলিপুর ৷ সন্ধ্যেতেই কলকাতার উপর আছড়ে পড়বে ঝড় ৷ ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর ৷ শুধু কলকাতাই নয় ৷ উত্তর চব্বিশ পরগণা, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আছড়ে পড়বে ঝড় ৷ তবে, ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফর হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
এপ্রিলের শুরুতে রোদ-বৃষ্টির খেলায় উষ্ণতার পারদ খুব একটা উপরে ওঠেনি ৷ আলিপুর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা ৷ তার জেরে আরও বাড়বে অস্বস্তিও ৷ উত্তরবঙ্গ ও বিহার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ৷ রয়েছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা ৷ এই দুয়ের জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ৷ তার ফলে অস্বস্তি বাড়ছে কলকতা-সহ দক্ষিণবঙ্গে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2018 6:08 PM IST