KMC Election Results 2021: ২০১৫-র পুনরাবৃত্তি, ভোটে জিতেই তৃণমূলের পথে তিন নির্দল

Last Updated:

বাম, কংগ্রেস, বিজেপি সম্মিলিত ভাবে পেয়েছে সাতটি আসন৷ সেখানে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে (KMC Election Results 2021)

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: ২০১৫-রই যেন পুনরাবৃত্তি৷ এবারেও কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হলেন তিন নির্দল প্রার্থী৷ ২০১৫-র মতোই তাঁরাও এবার তৃণমূলের পথে (KMC Election Results 2021)৷
বাম, কংগ্রেস, বিজেপি সম্মিলিত ভাবে পেয়েছে সাতটি আসন৷ সেখানে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে৷ ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর৷ ১৩৫ নম্বর ওয়ার্ড থেকেও জিতেছেন আর এক নির্দল প্রার্থী রুবিনা নাজ৷ আর ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী আয়েশা কানিজ৷
advertisement
advertisement
রুবিনা নাজ ২০১০ সালে তৃণমূলেরই কাউন্সিলর ছিলেন৷ ২০১৫ সালে পরাজিত হন তিনি৷ তাঁর শ্বশুর শামসুজ্জামান আনসারিও কলকাতা পুরসভার মেয়র পারিষদ ছিলেন৷ এবারেও ১৩৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ িতনি যে তৃণমূলের পথেই পা বাড়িয়ে রয়েছেন, ভোটে জেতার পর তা স্পষ্ট করে দিয়েছেন রুবিনা৷
advertisement
আর এক জয়ী নির্দল প্রার্থী ১৪১ নম্বর ওয়ার্ডের পূর্বাশা নস্করও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন৷ টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ান তিনি৷ ভোটে জয়ের পর পূর্বাশা বলেছেন, 'তৃণমূলে যাওয়ারই ভাবনাচিন্তা করছি৷' সূত্রের খবর, ৪৩ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী আয়েশা কানিজও তৃণমূলেই যোগ দিতে চলেছেন৷
তিন নির্দল প্রার্থী যে তৃণমূলেই যোগ দিচ্ছেন তা স্পষ্ট করে দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, 'তিন জনের সঙ্গেই কথা হয়েছে৷ ওঁদের বলা হয়েছে দলে যোগ দেওয়ার জন্য আবেদন করতে৷ তার পর বিষয়টি ভেবে দেখা হবে৷'
advertisement
তবে তিন অনামী নির্দল বাজিমাত করলেও যে দুই নির্দল প্রার্থীর দিকে সবার নজর ছিল সেই দু' জন অবশ্য হতাশই করেছেন৷ ৬৮ নম্বর ওয়ার্ডে তনিমা চট্টোপাধ্যায় এবং ৭২ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election Results 2021: ২০১৫-র পুনরাবৃত্তি, ভোটে জিতেই তৃণমূলের পথে তিন নির্দল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement