এক ক্লিকেই জানুন: লাইন ছাড়া কোথায় মিলবে টাকা
Last Updated:
নগদের সন্ধানে হন্যে হয়ে আর না ঘুরে এক ক্লিকে জেনে নিন আপনার নিকটবর্তী কোন এটিএম-এ ক্যাশ রয়েছে ৷
#নয়াদিল্লি: নগদের সন্ধানে হন্যে হয়ে আর না ঘুরে এক ক্লিকে জেনে নিন আপনার নিকটবর্তী কোন এটিএম-এ ক্যাশ রয়েছে ৷
নোট বাতিল প্রক্রিয়ার নবম দিনেও ব্যাঙ্কে ব্যাঙ্কে লম্বা লাইন। এটিএমে যথারীতি নো ক্যাশ বোর্ড। টাকা থাকলে মুহূর্তে শেষ। অধিকাংশ জায়গায় প্রবীণদের আলাদা ব্যবস্থা নেই। পেনসন তুলতে এসে অসুস্থ একশো বছরের বৃদ্ধা। টাকা না পেয়ে জাতীয় সড়ক অবরোধ। ঘেরাও ব্যাঙ্ক ম্যানেজার। শহর থেকে জেলা।
নগদের সন্ধানে ব্যাঙ্ক বা এটিএম-এর লাইনে না দাঁড়িয়ে শুধু এক ক্লিকে জেনে নিন কোথায় আছে টাকা, অথবা কোথায় পাবেন ফাঁকা ATM ৷ নোট সংকট নিয়ে যাথন চারিদিকে হাহাকার তখন সুখবর নিয়ে এল cashnocash.com ৷
advertisement
advertisement
সম্প্রতি এই সংস্থা একটি পদ্ধতি নিয়ে এসেছে যাতে খুব সহজেই জানা যবে এই মুহূর্তে কোন এটিএমে টাকা রয়েছে ৷ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনার এলাকার পিন কোড দিলেই জানা যাবে সেই মুহূর্তে কোন এটিএম থেকে টাকা পাওয়া যাবে ৷
advertisement
এই ওয়েবসাইটের লিস্টে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো সরকারি ব্যাঙ্ক থেকে এইচডিএইসি-এর মতো বেসরকারি ব্যাঙ্কের এটিএম ৷
অতএব, এক ক্লিকেই সমস্যার সমাধান ৷ নো ক্যাশ বোর্ড দেখতে অভ্যস্ত চোখে এবার দেখুন মেশিন থেকে বেরনো সবজেটে নোট ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2016 8:58 PM IST