#কলকাতা: শনিবার পাঁচ জেলার ৪৪ আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ (Fourth Phase Election)৷ চতুর্থ দফা থেকেই ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গে৷ সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা৷ এক নজরে দেখে নেওয়া যাক, শনিবার রাজ্যের কোন কোন আসনগুলির দিকে নজর রাখতেই হবে-
সিঙ্গুড়- এ বারের বিধানসভা নির্বাচনে রাজ্যে সবথেকে বেশি নজর যদি কেড়ে নেয় নন্দীগ্রাম, তাহলে গুরুত্বের নিরিখে তার পরেই থাকবে সিঙ্গুর (Singur)৷ দশ বছর আগে এই সিঙ্গুরের জমি আন্দোলনের ফসলই ঘরে তুলেছিল তৃণমূল৷ কিন্তু এখনও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখছে সিঙ্গুর? শনিবার তারই পরীক্ষা৷ তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবার সিঙ্গুর থেকেই বিজেপি-র প্রার্থী৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বেচারাম মান্না৷ আবার সিঙ্গুরে হারানো জমি ফিরে পেতে নতুন মুখ সুখ সৃজন ভট্টাচার্যের উপরেই আস্থা রেখেছে সিপিএম৷ লোকসভা ভোটের নিরিখে অবশ্য সিঙ্গুরে পিছিয়ে রয়েছে তৃণমূল৷
নাটাবাড়ি- কোচবিহার জেলায় যে দুই কেন্দ্রের দিকে শনিবার নজর থাকবে, তার মধ্যে অন্যতম নাটাবাড়ি৷ এই আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তাঁর বিপক্ষে আবার বিজেপি-র প্রার্থী কয়েকমাস আগে তৃণমূল ত্যাগী বিধায়ক মিহির গোস্বামী৷ রবীন্দ্রনাথ ঘোষ নাটাবাড়িরই বিধায়ক ছিলেন, কিন্তু মিহির গোস্বামী ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক৷ এবার তাঁকে নাটাবাড়িতে প্রার্থী করেছে দল৷
দিনহাটা- কোচবিহারের এই কেন্দ্রেও এবার লড়াই জমজমাট৷ তৃণমূলের উদয়ন গুহের বিরুদ্ধে দিনহাটায় বিজেপি প্রার্থী করেছে কোচবিহারের সাংসদ নীশীথ প্রামাণিককে৷ ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি৷
আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের আর এক জেলা আলিপুরদুয়ারেও এবার লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি৷ তবে এই জেলায় নজরে থাকবে আলিপুরদুয়ার কেন্দ্রটি৷ কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্য রাজনীতির পরিচিত মুখ সৌরভ চক্রবর্তী৷ তাঁর বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়, যিনি মিঠুদা হিসেবেই রাজ্য রাজনীতিতে পরিচিত৷ বিজেপি-র প্রার্থী সুমন কাঞ্জিলালও অনেক হিসেব বদলে দিতে পারেন৷ ফলে শনিবার আলিপুরদুয়ারে নজর রাখতেই হবে৷
ভাঙড়- ভাঙড় মানেই আরাবুল ইসলামের নাম মনে পড়তে বাধ্য৷ কিন্তু আরাবুলকে এবার প্রার্থী করেনি তৃণমূল৷ প্রথমে প্রকাশ্যেই এ নিয়ে অসন্তোষ দেখালেও পরে অবশ্য দলের হয়ে কাজ শুরু করেছেন আরাবুল৷ কিন্তু ভাঙড়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই কেন্দ্রে নিজের ভাই নওসাদ সিদ্দিকিকে প্রার্থী করেছেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি৷ ভাঙড়ে গিয়ে নিজে সভা করে এসেছেন আব্বাস৷ ফলে ভাঙড় দখল এবার কোনওপক্ষের কাছেই সহজ হবে না৷
যাদবপুর- একদা নিজেদের গড় যাদবপুর ২০১৬ সালে পুনর্দখল করেছিল সিপিএম৷ এবারও সেখানে সুজন চক্রবর্তীকেই প্রার্থী করেছে তারা৷ বিজেপি-র প্রার্থী আবার প্রাক্তন সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর৷ আর যাদবপুর পুনর্দখলে এলাকার পরিচিত মুখ এবং কলকাতা পুরসভার বিদায়ী বোর্ডের মেয়র পারিষদ সদস্য দেবব্রত মজুমদারের উপরে আস্থা রেখেছে তৃণমূল৷
কসবা- রাজ্যের মন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে কি হারের হ্যাটট্রিক রুখতে পারবেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ? নাকি হিসেব উল্টে দেবেন বিজেপি-র ইন্দ্রনীল খাঁ? কসবায় ঠিক হবে শনিবার
টালিগঞ্জ- এই কেন্দ্রে এবার সব অর্থেই তারকাদের লড়াই৷ তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস, বিজেপি-র বাবুল সুপ্রিয়র সঙ্গে লড়়াই সিপিএম-এর দেবদূত ঘোষের৷
বেহালা পূর্ব- শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে এবার তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল৷ এই আসন থেকে দাঁড়াতে মরিয়া ছিলেন শোভন, কিন্তু বিজেপি তাঁকে টিকিট না দিয়ে প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে৷
বেহালা পশ্চিম- শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন পরীক্ষা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের৷ তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কি অভিষেকেই চমকে দিতে পারবেন শ্রাবন্তী?
ডোমজুড়- নন্দীগ্রামের পর তৃণমূলের আরও এক প্রেস্টিজ ফাইট ডোমজুড়ে৷ বিজেপি-র প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর গড়ে হারাতে কল্যাণ ঘোষের উপরে আস্থা রেখেছে শাসক দল৷ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বার বার হুঙ্কার ছেড়েছেন, ডোমজুড় থেকে রাজীবকে হারিয়েই ছাড়বেন৷ বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়েরও দাবি ছিল, ভোটে লড়লে ডোমজুড় থেকেই লড়বেন৷
বালি- হাওড়ার এই কেন্দ্রেও এবার বিজেপি-র প্রার্থী তৃণমূল ছেড়ে আসা বৈশালী ডালমিয়া৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায়৷ এই কেন্দ্রেও সিপিএম ভরসা রেখেছে এক নবীন মুখের উপরে৷ প্রচারেও তাই নজর কেড়ে নিয়েছেন তাদের প্রার্থী দীপসিতা ধর৷
উত্তরপাড়া- তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের সঙ্গে লড়াই অভিনেতা কাঞ্চন মল্লিকের৷ উত্তরপাড়ায় গতবার তৃণমূলের টিকিটেই জয়ী হন প্রবীর, এবার শিবির বদলে তিনি বিজেপি-র প্রার্থী৷ ফলে রাজনীতিতে নবাগত কাঞ্চনের কাজটা খুব একটা সহজ হবে না৷
চাঁপদানি - হুগলির এই কেন্দ্রের দিকে শনিবার নজর রাখতে হবে কারণ এই কেন্দ্রের বিধায়কের নাম আব্দুল মান্নান৷ রাজ্যের বিরোধী দলনেতা এ বারেও চাঁপদানি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী৷ তৃণমূল, বিজেপি-কে রুখে চাঁপদানি দখলে রাখার চ্যালেঞ্জ প্রবীণ এই বিধায়কের সামনে৷
চন্দননগর- শনিবার এই কেন্দ্রে ভাগ্য পরীক্ষা রাজ্যের আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেনের৷ যদিও বিজেপি-র উত্থানে হুগলির এই কেন্দ্রেও কঠিন পরীক্ষার সামনে ইন্দ্রনীল৷
চুঁচুড়া- বিজেপি যে সাংসদদের এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে, তাঁদের মধ্যে অন্যতম হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ চুঁচুড়া থেকেই এবার লড়ছেন লকেট৷
চণ্ডীতলা- রাজনীতিতে পা দিয়েই কি বিধানসভার টিকিট পাবেন অভিনেতা যশ দাশগুপ্ত? শনিবার সেটাই ঠিক করবেন চণ্ডীতলার মানুষ৷ আবার তাঁর বিপক্ষে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত তৃণমূলের স্বাতী খন্দকার, সিপিএমের মহম্মদ সেলিম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।