দক্ষিণ কলকাতায় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে ২৪ ঘণ্টা
Last Updated:
পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায় ৷ আগামী শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পানীয় জল পরিষেবা বন্ধ ৷
#কলকাতা: পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায় ৷ আগামী শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পানীয় জল পরিষেবা বন্ধ ৷ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা ৷
জানা গিয়েছে, প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ ৷ শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল পর্যন্ত কোনও পানীয় জল সরবরাহ করা হবে না বলে পুলিশ সূত্রে খবর ৷ পরিষেবা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার একাংশে ৷ বেহালা, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচে পানীয় জল পাবেন না স্থানীয় বাসিন্দারা ৷ গার্ডেনরিচে জলপ্রকল্পের কাজ চলায় বন্ধ থাকবে পরিষেবা ৷ কলকাতা পুরসভার তরফে আজই নোটিশ দেওয়া হয়েছে অ্যাপ মারফত ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2018 3:49 PM IST