#কলকাতা: পুজোর আগেই রাজ্যবাসীকে নাজেহাল করে ছেড়েছে ঘৃর্ণিঝড় 'তিতলি'! 'তিতলি'-র দাপটে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। ঝাড়গ্রামের সাঁকরাইলের রোহিনী, মেহরা, মুজরা, রঞ্জিতপুর, মাদার, ছোলাবেড়িয়া, ভামাল, কাশীডাঙাসহ বিভিন্ন এলাকা ৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি হারিয়ে 'তিতলি' সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার অবস্থান । তবে, সকাল থেকে একটানা বৃষ্টি হলেও, বাকি দিনটা মোটের উপর শুকনোই থাকবে! ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! তবে, আকাশ থাকবে আংশিক মেঘলা। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের পর কলকাতার আবহাওয়ারও উন্নতি হবে।
আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুজোর পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-আজ রাত থেকে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Possibility, Rain, Today, Weather Forecast