এইবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ুন ! বৃষ্টি আপাতত ছুটি নিয়েছে
Last Updated:
#কলকাতা: পুজোর আগেই রাজ্যবাসীকে নাজেহাল করে ছেড়েছে ঘৃর্ণিঝড় 'তিতলি'! 'তিতলি'-র দাপটে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। ঝাড়গ্রামের সাঁকরাইলের রোহিনী, মেহরা, মুজরা, রঞ্জিতপুর, মাদার, ছোলাবেড়িয়া, ভামাল, কাশীডাঙাসহ বিভিন্ন এলাকা ৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি হারিয়ে 'তিতলি' সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার অবস্থান । তবে, সকাল থেকে একটানা বৃষ্টি হলেও, বাকি দিনটা মোটের উপর শুকনোই থাকবে! ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! তবে, আকাশ থাকবে আংশিক মেঘলা। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের পর কলকাতার আবহাওয়ারও উন্নতি হবে।
advertisement
কিন্তু আগামী ১২ ঘণ্টা সমুদ্র উপকূলে দমকা হাওয়া বইবে । সমুদ্র থাকবে উত্তাল! আগামী ১২ ঘন্টা মৎসজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।
advertisement
আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুজোর পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2018 1:06 PM IST