Duare Ration || দুয়ারে রেশন নিয়ে জল্পনা! হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
- Published by:Rachana Majumder
Last Updated:
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের কপি পাওয়ার পরেই সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্যের খাদ্য দফতর।
#কলকাতা: 'দুয়ারে রেশন' বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের কপি পাওয়ার পরেই সুপ্রিম কোর্টে আবেদন জানাবে রাজ্যের খাদ্য দফতর। সূত্রের খবর, মূলত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারের কপি এবং দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল, তা তুলে ধরবে রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে প্রায় 8 কোটি মানুষ দুয়ারের রেশনের ফলে সুবিধা পাচ্ছেন। প্রয়োজনে দুয়ারে রেশন এর নিয়মে কিছু পরিবর্তন বা সংশোধন করা হতে পারে, সুপ্রিম কোর্টে তা জানাবে রাজ্য। তবে দুয়ারে রেশন প্রকল্প রাজ্য বন্ধ করতে চাইছে না, নবান্নের তরফে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের খাদ্য দফতরকে।
রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, এই প্রকল্প ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন- ২০১৩’-এর পরিপন্থী। আদালতের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
আরও পড়ুন: পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন
২০২১ সালের, ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার৷ কোভিড কালে সাধারণ মানুষের ঘর থেকে বার হওয়া বন্ধ হয়েছিল৷ সেই কারণে সাধারণ মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ সেই কারণে রেশন ডিলারদের একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় রেশন পৌঁছে দেওয়া শুরু করা হয়েছিল৷ সেই প্রকল্পেই এ বার বাধ সাধল হাইকোর্ট৷
advertisement
advertisement
আরও পড়ুন- ‘দলে থেকে দলের লোকসান করবেন না, আস্থা-ভরসা না থাকলে দল ছেড়ে দিন...’ কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর
বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করেছে আদালত৷ দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন সেখ আব্দুল মজিদ-সহ বেশ কিছু ডিলার৷ সিঙ্গল বেঞ্চে খারিজ হয়ে যায় তাঁদের আবেদন৷ এর পরেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন ডিলাররা৷ তার পরেই এই নির্দেশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 3:48 PM IST