ভাটপাড়ায় ১০ হাজার ভুয়ো ভোটার কার্ড তৈরি ও বহিরাগতদের আনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে!
Last Updated:
#কলকাতা: ১৯ মে রাজ্যে সপ্তমদফা লোকসভা ভোট। রাত পোহালেই কাল রবিবার লোকসভা নির্বাচনের অন্তিম ভোটগ্রহণ পর্ব ৷ নির্বাচনের সপ্তম দফায় রাজ্যে ৯ আসনে চলবে ভোট গ্রহণ ৷ শেষ দফায় রায় জানাবে যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ তার আগেই ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।
১০ আজার ভুয়ো ভোতার কার্ড তৈরির অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ভাটপাড়া থেকে এই অভিযোগ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। শুধু ভুয়ো ভোটার কার্ড তৈরিই নয় রয়েছে আরও অভিযোগ। এই দিন জেলাশাসক অফিসে যান তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। ছিলেন দীনেশ ত্রিবেদী ও পার্থ ভৌমিক। তাঁরা আভিযোগ জানান বিজেপির বিরুদ্ধে। ভোটের আগে বাইরে থেকে বহিরাগতদের আনা হয়েছে বলেও অভিযোগ করে তাঁরা। ভোটের দিন বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2019 5:06 PM IST