The Cycle Man: পুজোর আগে সাইকেলেই বাজছে মহালয়া, কুমারটুলিতে সাইকেল ম্যানের বাহন দেখে চমকে উঠছেন পথচলতি মানুষ

Last Updated:

The Cycle Man: উত্তর কলকাতার বছর সত্তরের প্রৌঢ় জেনারেশন ওয়াই-এর কাছে খুবই জনপ্রিয়। প্রদীপ বাবুকে উত্তর কলকাতার মানুষজন এক নামে চেনে 'দ্য সাইকেল ম্যান' বলে।

+
দ্য

দ্য সাইকেল ম্যান অফ কলকাতা

কুমারটুলি: উত্তর কলকাতায় সাইকেল ম্যানের আবির্ভাব। সন্ধ্যা হলেই সাইকেল ম্যান যেখান দিয়ে যাবেন তিনি সকলকে মনে করিয়ে দেবেন পুজো এসে গিয়েছে। আর সাইকেল ম্যান যদি কুমারটুলি দিয়ে সাইকেল চালিয়ে যান, তাহলে তার সাইকেলে লাগানো স্পিকারে বাজতে থাকা মহালয়া, সঙ্গে কুমারটুলির গন্ধ পুজোর আগমনের আনন্দ জাগিয়ে তোলে মনে।
বছর সত্তরের সাইকেল ম্যান উত্তর কলকাতার অমৃতলাল স্ট্রিটের বাসিন্দা প্রদীপ পাইন। যৌবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কাজের সূত্রেই বাইক চালাতে ভালবাসতেন। শেষ বয়সে চালানোর জন্য একটি স্কুটিও কিনেছিলেন। তবে ২০১৮ সালে বাইক চালাতে চালাতেই সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে ডাক্তার সম্পূর্ণরূপে বারণ করেছেন বাইক এবং গাড়ি চালাতে। বয়স যখন ৬৫, তখন থেকেই পুরোপুরি বন্ধ গাড়ি চালানো।
advertisement
advertisement
তবে যাঁর ঘুরে বেড়ানোর ইচ্ছা, তাঁকে আটকাবে, এমন সাধ্য কার! তাই মোটর সাইকেল ছেড়ে বাইসাইকেল নিয়েই বেরিয়ে পড়েন ঘুরতে। আর সেই বাই সাইকেলও যেমন তেমন নয়। যাকে ইংরেজি তে বলে ‘ফুল-লি লোডেড উইথ স্মার্ট গেজেট।’
advertisement
সাইকেল চালাতে চালাতে গরম লাগলে কোনও চিন্তা নেই, একটা সুইচেই চলবে সাইকেলে লাগানো পাখা। সাইকেলে রয়েছে নানা রকম আলো। পিছনে দেখার জন্য লুকিং গ্লাস। শীতের রাতে সাইকেল চালানোর জন্য ফগ লাইট। জল তেষ্টা পেলে জল খাওয়ার জন্য ওয়াটার ফিল্টার তাতে আবার কল লাগানো, একটি টুলবক্স। জোরে চালানোর জন্য মোটর। এবং সাইকেলের মধ্যেই লাগানো রয়েছে তাঁর বাইকের লাইসেন্স। সাইকেলের সামনে লাগানো রয়েছে স্পিকার, যা চালু হয় একটি চাবি দিয়ে। এবং পুরো সাইকেলটি তিনি বানিয়েছেন নিজের হাতে।
advertisement
প্রতি সন্ধ্যাবেলা প্রদীপবাবু তাঁর সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। আর তাঁকে রাস্তায় দেখলেই পথচলতি মানুষ তাঁর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান। আর উত্তর কলকাতার বছর সত্তরের প্রৌঢ় জেনারেশন ওয়াই-এর কাছে খুবই জনপ্রিয়। প্রদীপ বাবুকে উত্তর কলকাতার মানুষজন এক নামে চেনে ‘দ্য সাইকেল ম্যান’ বলে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
The Cycle Man: পুজোর আগে সাইকেলেই বাজছে মহালয়া, কুমারটুলিতে সাইকেল ম্যানের বাহন দেখে চমকে উঠছেন পথচলতি মানুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement