#কলকাতা:সপ্তাহ শুরুতে ফের ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। সপ্তাহ শুরুতে কর্মক্ষেত্রে যোগ দেওয়া সেই সঙ্গে বিধানসভা ভোট এই দুয়ের মাঝে ধর্মঘট ডাকল কলকাতার অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার সংগঠনগুলি। পথে নামবে না কোনও অ্যাপ ক্যাব।
মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। আজ নিজেদের মধ্যে এক বৈঠকে সংগঠনগুলি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে ধর্মঘটে লাগাতার হবে কিনা। এই বিষয়ে বেশ কিছুদিন আগেই একটি প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিল সংগঠনগুলি। সেই প্রতিবাদে ভালো সাড়া পাওয়ায় পুনরায় ধর্মঘটের কর্মসূচি নিয়েছে সংগঠনগুলি।
আজ সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ধর্মঘট পালন করবে কলকাতার তিনটি বেসরকারি অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের ফলে পথে নামবে না কোনও ক্যাব। কলকাতায় চলবে না প্রায় ২৫ হাজার অ্যাপ ক্যাব। তবে মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে কিছু সংখ্যক গাড়ি।
সংগঠনের সদস্যদের বক্তব্য, কলকাতা ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেটার অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন দাবি তুলেছে, এসি এবং নন-এসি-এই দুরকমর পরিষেবা চালু করতে হবে। এসি চালালে তার জন্য আলাদা ভাড়া লাগবে ৷ এই দুই ধরণের বিকল্প রাখতে হবে ৷
পেট্রোল–ডিজেলের মূল্য দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু সেই তুলনায় ক্যাবগুলির ভাড়া একই থেকে গিয়েছে। কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর পরেও যদি কর্তৃপক্ষ ভাড়া না বাড়ায় তাহলে ধর্মঘট জারি থাকবে।