Belur || ব্যারাকের মেঝেতে পড়ে রয়েছে কনস্টেবলের দেহ, ভয়ঙ্কর কাণ্ড বেলুড়ে
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। সনাতনবাবুকে আগের দিন কোথায় ডিউটি দেওয়া হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হয়।
#হাওড়া: পুলিশ ব্যারাকের ভিতর কনস্টেবলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলুড়ে> মৃত সনাতন ঘোষ (৫২) বেলুড় থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে ডিউটি শেষ করে প্রতিদিনের মতোই রাতে ব্যারাকে ঘুমোতে যান৷ সোমবার সকালে ব্যারাক মেরামতির কাজের জন্য মিস্ত্রিরা এসে দেখতে পান ব্যারাকের মেঝেতে পড়ে রয়েছে সনাতনের দেহ৷
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রাত থেকেই ব্যারাকের ভেতর পড়ে ছিল কনস্টেবলের দেহ সোমবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে৷ পুলিশ ব্যারাকেই যদি একজন কনস্টেবলের এই ভাবে মৃত্যু হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন ও কীভাবে ব্যারাকের ভিতর একাই রইলেন সনাতন? তাঁর সঙ্গে কি আর কেউ ছিলেন? একজন ব্যক্তি যাঁর বিছানায় ঘুমানোর কথা তাঁর দেহ মেঝেতে নামাল কে?
advertisement
আরও পড়ুন : গায়ে হলুদ, মেহেন্দির পর ‘সাতপাকে বাঁধা’ দুই পোষ্য সারমেয়, জমিয়ে ভোজ খেলেন বরযাত্রী-সহ ১০০ অতিথি
advertisement
ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। সনাতনবাবুকে আগের দিন কোথায় ডিউটি দেওয়া হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হয়। যেখানে ব্যারাক সংস্কারের কাজ চলছিল তাহলে কেন তাঁকে সেখানে রাতে থাকার অনুমতি দেওয়া হল তা নিয়েও প্রশ্ন থাকছে৷ বেহাল অবস্থায় পড়ে থাকা পুলিশ ব্যারাকগুলিও সংস্কারের কাজ শুরু হয়েছে |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 14, 2022 2:24 PM IST









