West Bengal Government: কালীপুজোর আগেই বড় খবর, কর বাবদ কেন্দ্রের থেকে বিপুল অঙ্কের টাকা পেল রাজ্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Uddalak B
Last Updated:
West Bengal Government: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি বাবদ কেন্দ্রের আছে যে বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে তা কেন দিচ্ছে না কেন্দ্র তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন।
কলকাতা: একদিকে যখন ১০০ দিনের গ্রামীণ প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে, ঠিক সেই সময়ই দীপাবলির আগে রাজ্য পেল বিপুল অঙ্কের কেন্দ্রীয় অর্থ। কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে গতকাল বিবৃতি দিয়ে জানানো হয়েছে দীপাবলীর আগেই কর বাবদ একাধিক রাজ্যকে টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ অর্থাৎ এ রাজ্যকে ৫৪৮৮ কোটি টাকা দেওয়া হল। দীপাবলির আগে রাজ্যগুলো আর্থিক সমৃদ্ধি যাতে হয় সেই দিকে লক্ষ্য রেখে এই টাকা বলেই বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্র।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি বাবদ কেন্দ্রের আছে যে বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে তা কেন দিচ্ছে না কেন্দ্র তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন। শুধু তাই নয় নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ১০০ দিনের গ্রামীন প্রকল্পের টাকার বকেয়া আদায় করাকে কেন্দ্র করে ফের আন্দোলনে নামতে চলেছে। সম্প্রতি তার ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্র থেকে বিপুল অঙ্কের বকেয়া টাকা পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও রাজ্যের অর্থ দফতর-এর আধিকারিকদের ব্যাখ্যা জিএসটি বাবদ আরও বকেয়া টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। শাসক দল থেকে শুরু করে রাজ্য সরকার বারবার ১০০ দিনের গ্রামীণ প্রকল্পের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কেন্দ্র কেন টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে।
advertisement
সম্প্রতি রাজভবনের সামনে ধরনা অবস্থান কর্মসূচি করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবিদাওয়া সম্বলিত চিঠি কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন খোদ রাজ্যপাল। কেন্দ্র থেকে আসা সেই উত্তর রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্য সরকারকেও জানিয়েছে বলে রাজভবনের তরফে দাবি করা হয়েছে। যদিও গত সপ্তাহেই ফের ১০০ দিনের গ্রামীণ প্রকল্পের টাকা না দেওয়া থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় খাতে টাকা দেওয়া নিয়ে বঞ্চনা করছে কেন্দ্র তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্র থেকে কর বাবদ এই টাকা পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক শুধুমাত্র এ রাজ্য নয়, আরো ২৭টি রাজ্যকেই বকেয়া বাবদ টাকা দিয়েছে। দীপাবলীর আগে মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বিভিন্ন রাজ্যগুলি মিলিয়ে কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে বলেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 08, 2023 12:21 PM IST










