Primary tet recruitment scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ‘পোস্টিং দুর্নীতি’ মামলায় ৩০০ শিক্ষককে নিজামে তলব সিবিআইয়ের

Last Updated:

সোমবার ৫০ জন শিক্ষককে তলব করা হয় নিজাম প্যালেসে। তাঁরা জানান, ডিআই অফিস থেকে সিবিআইয়ের চিঠি পেয়ে তাঁরা নিজাম প্যালেসে এসেছেন৷ জানা গিয়েছে, রাজ্যের ২৩ জেলারই ডিআই দফতরে পৌঁছেছে সিবিআইয়ের এই নোটিস।

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে এবার পোস্টিং দুর্নীতি নিয়েও তৎপর হল সিবিআই! সোমবার হুগলি, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলা থেকে নিজাম প্যালেসে পৌঁছলেন প্রায় ৫০ জন শিক্ষক৷ শুধু সোমবারই নয়, অর্থের বিনিময়ে পছন্দের জায়গায় পোস্টিং পেতে কোনও দুর্নীতি হয়েছিল কি না, তা জানতে জেলা ধরে ধরে নিজাম প্যালেসে চলতি সপ্তাহে তলব করা হবে প্রায় ৩৪৪ জন শিক্ষককে৷ তেমনটাই খবর সিবিআই সূত্রের৷
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পোস্টিং সংক্রান্ত মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।এবার সেই নির্দেশ পালনে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই ৩৪৪ জন শিক্ষককে তলব করে তাঁদের পোস্টিংয়ের বিষয়ে জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর৷ কার নির্দেশে সেই টাকা দেওয়া হয়েছিল? কীভাবে পোস্টিং? পছন্দ জেলায় পোস্টিং পেতে কত টাকা দিতে হয়েছে? এজেন্ট মারফত জমা নাকি সরাসরি? এর পিছনে মূল মাথা কারা? এই সমস্ত প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন গোয়েন্দারা৷
advertisement
আরও পড়ুন: ভাওয়াইয়া গানে ভোটের প্রচার! মানুষের কাছে পৌঁছতে মাটির সুর বাঁধছেন ধূপগুড়ির সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়
সোমবার ৫০ জন শিক্ষককে তলব করা হয় নিজাম প্যালেসে। তাঁরা জানান, ডিআই অফিস থেকে সিবিআইয়ের চিঠি পেয়ে তাঁরা নিজাম প্যালেসে এসেছেন৷ জানা গিয়েছে, রাজ্যের ২৩ জেলারই ডিআই দফতরে পৌঁছেছে সিবিআইয়ের এই নোটিস। ধাপে ধাপে সব জেলা থেকেই নিজাম প্যালেসে হাজিরা দেবেন তলব পাওয়া শিক্ষকেরা। এঁদের জিজ্ঞাসাবাদের পর হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দেবে সিবিআই।
advertisement
advertisement
এর আগে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘পোস্টিং দুর্নীতি’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ভিডিও ফুটেজ পেশের উপরে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু তদন্তে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
advertisement
২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে রাজ্য সরকারের যে নিয়োগ হয়েছিল, তাতেই শিক্ষকদের পোস্টিংয়ে ‘দুর্নীতি’র অভিযোগ উঠে আসে। কোন স্কুলে কার পোস্টিং হবে, টাকার বিনিময়ে তা ঠিক করা হয়েছে, এমন অনিয়মের অভিযোগ তুলে কয়েক জন শিক্ষক মামলা করেন। গত ২৫ জুলাই এ বিষয়ে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary tet recruitment scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ‘পোস্টিং দুর্নীতি’ মামলায় ৩০০ শিক্ষককে নিজামে তলব সিবিআইয়ের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement