Nabanna Abhijan: দেখা করতে হবে মুখ্যমন্ত্রীকে, অনড় চাকরিহারা শিক্ষকরা! নবান্ন অভিযান ঘিরে হাওড়ায় তুলকালাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
চাকরিহারা শিক্ষকদের দাবি, মুখ্যমন্ত্রীকে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে৷ নয়তো তাঁদের প্রতিনিধি দলকে নবান্নে যাওয়ার অনুমতি দিতে হবে৷
হাওড়া: চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ায়ছ৷ এ দিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হাজার হাজার চাকরিহারা শিক্ষক মিছিল করে নবান্নের দিকে এগোতে থাকেন৷ শিক্ষকদের আটকাতে প্রস্তুত ছিল পুলিশও৷ নবান্নের অনেক আগেই বিভিন্ন রাস্তায় উঁচু গার্ডরেল বসিয়ে শিক্ষকদের মিছিল আটকানোর ব্যবস্থা করা হয়৷ চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বচসাও হয়৷
এ দিন সকালেই চাকরিহারা শিক্ষকরা হাওড়ার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন৷ এর পর জি টি রোড ধরে তাঁরা নবান্নের দিকে এগোতে থাকেন৷ শেষ পর্যন্ত হাওড়ার মল্লিক ফটকের কাছে মিছিল আটকায় পুলিশ৷ মল্লিক ফটকে প্রায় দশ ফুট উঁচু লোহার ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ৷ তার আগে ছিল পুলিশকর্মীদের দিয়ে তৈরি মানব প্রাচীর৷ তৈরি ছিল জল কামানও৷ ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোতে গেলে পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তি শুরু হয়৷ পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য মাইকে অনুরোধ করা হয়৷ যদিও নবান্ন যাওয়ার দাবিতে অনড় থাকেন চাকরিহারা শিক্ষকরা৷ যে কোনও মূল্যে আজই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে দেখা করার দাবিতে অনড় থাকেন তাঁরা৷
advertisement
চাকরিহারা শিক্ষকদের দাবি, রাজ্য সরকারই তাঁদের রাস্তায় নামতে বাধ্য করেছে৷ সরকার অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল করছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা৷ চাকরিহারা শিক্ষকরা বলেন, ‘আমাদের দাবি একটাই৷ যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক৷ সরকার অযোগ্যদের পরীক্ষা নিক৷’
advertisement
চাকরিহারা শিক্ষকদের দাবি, মুখ্যমন্ত্রীকে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে৷ নয়তো তাঁদের প্রতিনিধি দলকে নবান্নে যাওয়ার অনুমতি দিতে হবে৷ শুধু তাই নয়, আগে থেকে পুলিশকে জানানো সত্ত্বেও মিছিল আটকানো হল,সেই প্রশ্নও তোলেন চাকরিহারারা৷ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কেন রাজ্য সরকার অযোগ্যদের হয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করল, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা৷ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে জি টি রোড সহ হাওড়া স্টেশনগামী বিভিন্ন রাস্তায় প্রবল যানজটেরও সৃষ্টি হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 3:13 PM IST