প্রচন্ড ঠান্ডায় কাঁপছে রাজ্য, দেখে নিন কোথায় কত তাপমাত্রা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গোটা রাজ্য কাঁপছে কনকনে ঠান্ডায় ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে।
#কলকাতা: শনিবার থেকে কমবে বৃষ্টি। রবিবার ঝকঝকে আকাশ। নামবে পারদ। আর সোমবার থেকে ফের জাঁকিয়ে শীত। এদিন কলকাতা তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের থেকে সামান্য বাড়ল তাপমাত্রা। শুক্রবার তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।
গোটা রাজ্য কাঁপছে কনকনে ঠান্ডায় ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। এক নজরে দেখে নিন কোনও জেলায় কত তাপমাত্রা ছিল ৷
দার্জিলিং ২.৫, কালিম্পং ৪, কোচবিহার ১১.৬, জলপাইগুড়ি ১৩.৬, মালদহ ১৪.৮, শিলিগুড়ি ১৪.১ ৷
advertisement
আসানসোল ১২.৫, হুগলি ১৪ বাঁকুড়া ১২.৯ বারাকপুর ১৫.২ বহরমপুর ১৪.৪, বর্ধমান ১৩, ক্যানিং ২০, কাঁথি ৮.৬, দীঘা ১৫.৩, হলদিয়া ১৬.২, মেদিনীপুর ১৫.৬ শ্রীনিকেতন ১২.৪, পানাগড় ১২.৯ পুরুলিয়া ১২.২ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2020 3:25 PM IST