জট কাটল না টেলি শ্যুটিংয়ের, ২ রা ও ৪ ঠা জুন ফের বৈঠক 

Last Updated:

জট কাটল না টেলি শ্যুটিংয়ের। করোনা ও লক ডাউনের জেরে বন্ধ শ্যুটিং ৷

#কলকাতা: জট কাটল না টেলি শ্যুটিংয়ের। করোনা ও লক ডাউনের জেরে বন্ধ শ্যুটিং ৷ প্রোডিউসার থেকে আর্টিস্ট সকলেরই প্রশ্ন একটাই। কবে কাজ শুরু করা যাবে?  প্রশ্নের উত্তর খুজতে বৃহস্পতিবার ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে বসেছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস। কিন্তু, দীর্ঘ বৈঠকের শেষে উত্তর রইল অধরা। মন্ত্রী জানালেন, এখনি শ্যুটিং শুরুর দিনক্ষন তাঁরা স্থির করছেন না।
পরিস্থিতি পর্যালোচনা করতে আবার ২ ও ৪ ঠা জুন আলোচনা হবে। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। বৈঠকে টেলি সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রোডিউসার, আর্টিস্ট ফোরামের কর্তাদের পাশাপাশি, ফেডারেশন ও ইম্পার প্রতিনিধিরাও যোগ দেন। প্রোডিউসার অরিন্দম গাঙ্গুলি বলেন, ''শ্যুটিং বন্ধ থাকায়, আঁচ লেগেছে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের গায়ে। সবাই চাইছে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে। কিন্তু, একই সঙ্গে ভাবাচ্ছে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টিও। উদ্বিগ্ন সরকার। তাই এই পরিস্থিতিতে কীভাবে কত দ্রুত কাজ শুরু করা যায়, তা নিয়ে সকলের মতামত নিতে৷
advertisement
আমরা একসঙ্গে বসেছিলাম। " আরেক প্রোডিউসার শঙ্কর চক্রবর্তীর মতে, শুনছি, কেরল,কর্ণাটক নাকি কাজ  শুরু করেছে। ওরা কীভাবে এগোচ্ছে সেটা জানতে হবে শিল্পীরা তো মুখে মাস্ক পরে অভিনয় করবে না।
advertisement
সেক্ষেত্রে, সামাজিক দূরত্ব কীভাবে মানা যাবে? এসবের সমাধান দরকার। " মন্ত্রী অরুপ বিশ্বাস জানান, '' এখানে সবাই একটা পরিবার। সমস্যা যা আছে, সবাই মিলেই আমরা তা অতিক্রম করব। " ইন্ডাস্ট্রির লোকজন বলছে, বৈঠক থেকে কোন দিশা মিলল না। ফলে, ছোটপর্দার শিল্পী, কলাকুশলীদের সমস্যা মেটারও কোন আশু সম্ভবনা নেই। তারা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রইলেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
জট কাটল না টেলি শ্যুটিংয়ের, ২ রা ও ৪ ঠা জুন ফের বৈঠক 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement