পথে নামছেন চাকরিহারা শিক্ষকরা, সল্টলেক জুড়ে মোতায়ন ১২০০ পুলিশ, বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
SSC Teachers Protest Rally: বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে মোতায়ন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশকর্মী। বাড়তি ফোর্স আনা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বারুইপুর পুলিশ ডিভিশন থেকেও। গোটা এলাকার উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা: সল্টলেক জুড়ে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বিধাননগর পুলিশ। সম্ভাব্য বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে মোতায়ন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশকর্মী। বাড়তি ফোর্স আনা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বারুইপুর পুলিশ ডিভিশন থেকেও। গোটা এলাকার উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
১২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ২২ জন এসিপি এবং একাধিক ইন্সপেক্টর গোটা জমায়েতকে ভাগ করে পর্যবেক্ষণ করছেন। মোতায়ন করা হয়েছে মহিলা পুলিশ, কাঁদানে গ্যাস ও RAF। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে পুলিশের নজরদারি ক্যামেরা, যাতে বহিরাগত কেউ মিছিলে প্ররোচনা দিয়ে বিশৃঙ্খলা না ছড়াতে পারে। আকাশপথেও নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন।
advertisement
পুলিশের অনুমান, প্রায় আট হাজার মানুষ এই জমায়েতে অংশ নিতে পারেন। মেট্রো স্টেশনগুলোতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
এই তৎপরতার মূল কারণ, এসএসসি দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়া। ২০১৬ সালের গোটা নিয়োগপ্যানেল বাতিল করেছে সর্বোচ্চ আদালত। এই ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি।
advertisement
চাকরি ফেরতের দাবিতে শুক্রবার দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দফতর অভিযান করবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সল্টলেকের করুণামী চত্বরে জমায়েত শুরু হবে, সেখান থেকে পদযাত্রা করে যাওয়া হবে এসএসসি দফতরের দিকে। এই জমায়েত ঘিরেই তৈরি হয়েছে উত্তেজনা, তাই সল্টলেককে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার চাদরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 11, 2025 12:19 PM IST









