পাঠভবনে শিক্ষকদের বেতন নিয়ে অচলাবস্থা, আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা

Last Updated:

ক্লাস বন্ধ রেখে নয়, ক্লাসের মাঝে-মাঝেই চলছে শিক্ষকদের শান্তিপূর্ণ প্রতিবাদ। তাঁদের বক্তব্য, বেতন পাননি বলে এই বিক্ষোভ নয়। স্কুলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কাটানোর প্রচেষ্টাতেই এই প্রতিবাদ।

#কলকাতা: 'অচলাবস্থা' পাঠভবনে! পুজোর পর স্কুল খুললেও বেতন পাননি দক্ষিণ কলকাতার পাঠভবন স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি, স্কুলে 'আর্থিক, প্রশাসনিক অচলাবস্থা'-র সৃষ্টি হয়েছে। স্কুলের ১১০ জন  শিক্ষক ও শিক্ষাকর্মীদের আশঙ্কা, ভবিষ্যতেও এ'রকম হতে পারে। তাই ক্লাসের ফাঁকে-ফাঁকেই স্কুলের সামনে নীরব প্রতিবাদে শিক্ষকরা। না, তাঁদের কণ্ঠে কোনও স্লোগান নেই, নেই হাতে কোনও প্ল্যাকার্ড বা ব্যানার। ক্লাস বন্ধ রেখেও নয়, ক্লাসের মাঝে-মাঝেই চলছে শিক্ষকদের শান্তিপূর্ণ প্রতিবাদ। তাঁদের বক্তব্য, বেতন পাননি বলে এই বিক্ষোভ নয়। স্কুলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কাটানোর প্রচেষ্টাতেই এই প্রতিবাদ।
ঠিক কী হয়েছে পাঠভবন স্কুলে? জানালেন এই প্রতিষ্ঠানের ৩০ বছরের  ইতিহাসের শিক্ষক উর্মি চৌধুরী। তাঁর কথায়, '' পাঠভবন আংশিক সরকারি স্কুল, আংশিক ডিএ ভুক্ত। স্কুল চালায় ম্যানেজিং কমিটি, যেখানে ৬ জন জিআর বা গার্জেন রিপ্রেজেন্টেটিভ (অভিভাবকদের প্রতিনিধি) থাকেন, আর থাকেন ৩ জন শিক্ষকদের প্রতিনিধি। প্রত্যেকেই নির্বাচিত। ১১ সেপ্টেম্বর একটি নির্বাচন হয়, তাতে গার্জেনস ফোরাম জিতেছিল। ইতিমধ্যে যেটা হল, ১৬ অক্টোবর ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুল (সেকেন্ডারি এডুকেশন)-এর তরফ থেকে স্কুলে একটি মেল করা হয়। সেই মেলটি কেউ খোলেনি। সেই মেলে বলা হয়, এই ইলেকশনটি অবৈধ। ফলে, ডিআই স্কুলে ড্র অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার (ডিডিও) পাঠাবে। ডিডিও মূলত অর্থনৈতিক দায়িত্বে থাকবেন। তিনি এবং টিআইসি (টিচার ইন চার্জ) মিলে বেতন দেবে। এরজন্য, টিআইসি-কে ডিডিও-কে চিঠি দিতে হবে।''
advertisement
উর্মি চৌধুরীর অভিযোগ, '' টিআইসি শুভা গুপ্ত ডিডিও-কে চিঠি দেননি। এবার গার্জেন রিপ্রেজেন্টেটিভ-রা মামলা করেছে ডিআই-এর বিরুদ্ধে, সঙ্গে aparty রেখেছে শুভা গুপ্তকে। এটা কখনও হতে পারে না। মামলায় বলা হয়েছে, টিআইসি যেন ডিডিও-কে গ্রহণ না করে।''
advertisement
উর্মি আরও জানান, '' আমরা সব শিক্ষকেরা মিলে ডিআই-এর সঙ্গে দেখা করে চিঠি দিয়েছি। তিনি আস্বস্ত করেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। যত তাড়াতাড়ি সম্ভব বেতনের ব্যবস্থাও করবেন। কিন্তু সেই প্রক্রিয়ায় ২জন সিগনেটরি লাগে। একজন টিআইসি ও আরেকজন ডিডিও। এদিকে টিআইসি রাজি হচ্ছেন না। ফলে পুরো সিস্টেমটাই থমকে আছে।''
advertisement
এখানেই শেষ নয়, শিক্ষকদের অভিযোগ, স্কুলের বিদ্যুৎ বিল, ফোনের বিল, একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্রদের রেজিস্ট্রেশন-ফি কে মেটাবেন, তাও জানা নেই । কর্তৃপক্ষ বলছে, সেগুলি ডিসবার্স করার কেউ নেই।
সামনেই পরীক্ষা, বাকি পড়ে সিলেবাস, এরমধ্যেই স্কুলে এহেন 'অচলাবস্থা'! পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে না তো? উত্তরে উর্মি আস্বস্ত করেন, শিক্ষকদের এই প্রতিবাদে স্কুলের পঠনপাঠনে কোনও সমস্যা হচ্ছে না বা আগামিদিনেও হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাঠভবনে শিক্ষকদের বেতন নিয়ে অচলাবস্থা, আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement