Teacher Suicide Attempt : বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা, এবার আদালতের দ্বারস্ত সেই পাঁচ শিক্ষিকা!

Last Updated:

Teacher Suicide Attempt : দাবি, বদলির বিষয়ে লঙ্ঘন করা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের কাজের রীতি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দায়ের করা মামলার সম্ভবত শুনানি হবে আগামী সপ্তাহে। হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছেন শিক্ষিকা জ্যোৎস্না টুডু, শিখা দাস, পুতুল জানা মণ্ডল। তাদের দাবি, বদলির বিষয়ে লঙ্ঘন করা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের কাজের রীতি। কোন আইনে তাদের কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হয়েছে, তাও জানতে চান তারা। তাঁদের অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রে কাজের রীতি ভেঙেছেন এসএসকে ডিরেক্টর। আর সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। দাবি, বদলির সিদ্ধান্ত বাতিল করতে হবে। সূত্রের খবর, মামলা দায়ের করেছেন আরও বদলি হওয়া শিক্ষক-শিক্ষিকারাও।
advertisement
জানা গিয়েছে, এই শিক্ষিকাদের দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে সরাসরি উত্তরবঙ্গে কোচবিহারের দিনহাটায় বিভিন্ন স্কুলে বদলি করা হয়েছে। কিন্তু কেন এভাবে তাদের বদলি করা হয়েছে, সেবিষয়ে কিছুই জানায়নি শিক্ষা দফতর। পূর্বেও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় প্রতিবাদী আন্দোলনে অংশ নিয়েছিল। আর তাদের মধ্যে থেকেই ৫ জনের বদলির খবর আসে। আর তারাই সেদিন বিকাশ ভবনের সামনে বিষপান করেন।
advertisement
advertisement
কেন তাদের বদলি করা হল, সেই উত্তর না পেলেও অবিলম্বে বদলির এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার হাইকোর্টের দারস্থ হলেন শিক্ষিকারা। তাদের দাবি, এই বদলির নির্দেশ বাতিল করতে হবে। অন‍্যায় এবং আইন বিরুদ্ধভাবে তাঁদের বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এই পাঁচ শিক্ষিকা ছাড়াও আরও বেশ কিছু শিক্ষিকা এই একই অভিযোগে মামলা করেছে বলে জানা গিয়েছে। সম্ভবত আগামী সপ্তাহেই মামলার শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Suicide Attempt : বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা, এবার আদালতের দ্বারস্ত সেই পাঁচ শিক্ষিকা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement