Tathagata Roy-Suvendu Adhikari: ‘যা বলেছ তা আমাদের হৃদয়ের কথা...’ শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সভায় একটি 'বিতর্কিত' মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘শুভেন্দু, গতকাল তুমি সায়েন্স সিটির মঞ্চ থেকে যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। আমারও। অভিনন্দন।’’ ঠিক এই ভাষাতেই সংখ্যালঘু ‘ত্যাগ’ বার্তা ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত রায়।
বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সভায় একটি ‘বিতর্কিত’ মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিজেপি শিবিরেও রীতিমতো ঝাঁকুনি পরিলক্ষিত হয়। শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক দানা বাঁধায় রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দেন যে, শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তা তাঁর ব্যক্তিগত মত, দলের এ ব্যাপারে অনুমোদন নেই।
advertisement
advertisement
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বৈঠকে ডেলিগেটস হিসেবে কেউ প্রস্তাব দিতেই পারেন। এটা পার্টির বক্তব্য নয়।’’ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও শুভেন্দুর বক্তব্যকে ব্যক্তিগত মত বলে প্রতিক্রিয়া দেন। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে শুভেন্দুর মত তাঁরও মত বলেও স্পষ্ট জানালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বর্তমানে বিজেপির কট্টর নেতা হিসেবে পরিচিত তথাগত রায়। আজ, বৃহস্পতিবার সকালে তথাগত রায়ের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্টস বক্সে তথাগত রায় এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমাজমাধ্যমে যেমন সমর্থন করা হয়েছে তেমনি কটাক্ষ করতেও দেখা গিয়েছে অনেককেই।
advertisement
বলা বাহুল্য, বুধবার দলীয় বৈঠকে দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মঞ্চে উপস্থিত থাকাকালীনই নিজের ভাষণে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘নো নিড সংখ্যালঘু মোর্চা, রাষ্ট্রবাদি মুসলিম চাই না। সব কা সাথ সব কা বিকাশ বলা বন্ধ করো। বলব, জো হামারি সাথ হাম উনকে সাথ।’’ শুভেন্দুর এই বক্তব্য দল যে সমর্থন করে না তা দলের সভাপতি সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব স্পষ্ট করে দিলেও শুভেন্দুর বক্তব্যকে সরাসরি সমর্থন জানিয়ে বিরোধী দলনেতাকে এই মন্তব্য করায় তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পাশেই দাঁড়ালেন তথাগত রায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ‘রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে হাঁটতে চাওয়ার মনোভাবই স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 4:20 PM IST