Tarakeswar Train Time Table: শ্রাবণে মহাদেবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে যাচ্ছেন? বিভিন্ন স্টেশন থেকে একগুচ্ছ ট্রেনের সুবিধে! জানুন সময়সূচি

Last Updated:

Tarakeswar Train Time Table:যে সমস্ত পুণ্যার্থীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যেতে চান, তাঁদের কথা ভেবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ারও বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে

উৎসবের দিনে অতিরিক্ত পরিষেবা ট্রেনের
উৎসবের দিনে অতিরিক্ত পরিষেবা ট্রেনের
কলকাতা : এ বছর কি আপনারা তারকেশ্বরে  শিবের মাথায় জল ঢালতে  যাচ্ছেন ? নিশ্চযই  আপনি বাসে বা গাড়িতে  কিংবা পায়ে হেঁটে যাবেন?  না, সময় ও অর্থ দুটোই নষ্ট করবেন কেন? পূর্ব রেলওয়ে আছে । পূর্ব রেল আপনাদের সেবায় সদা প্রস্তত। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে প্রধানত শ্রাবণ মাসে (জুলাই – অগাস্ট ) তারকেশ্বরে  ভিড় করেন শ্রাবণী মেলার সময়। বিশেষ করে সোমবার দিন শিব ঠাকুরের আরাধনায় তারকেশ্বরে ভক্তের সমাগম বেশি হয়। তাই পূর্ব রেলওয়ে ভক্তের মনোকামনা পূর্ণ করার জন্য  রবিবার , সোমবার  ও ছুটির দিনগুলিতে কিছু  স্পেশাল লোকাল ট্রেন চালাচ্ছে। সেগুলি সবক’টি স্টেশনে থামবে ও যে কোনও স্টেশন থেকে টিকিটও পাবেন। এছাড়া ট্রেনগুলি একদিকে যেমন  হাওড়া থেকে তারকেশ্বর যাবে, তেমনই  যে সমস্ত পুণ্যার্থীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যেতে চান, তাঁদের কথা ভেবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ারও বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।
এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরের  শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনে অতিরিক্ত পরিষেবা হিসেবে চলবে, অর্থাৎ ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ এবং ১৯.০৮.২০২৪। শেওড়াফুলি  ও তারকেশ্বরের  মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছবে। উল্টোপথে, তারকেশ্বর  থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছবে।
advertisement
আরও পড়ুন : উড়ালপুলের কাছে যমুনা নদীতে ভাসছে দেহ, ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শব
পুণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ ছেড়ে তারকেশ্বরে  সকাল ০৫:৩৫ ও বিকাল ১৪:২০-এ পৌঁছবে। একইভাবে,  শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ ও রাত ২২:৪৫-এ পৌঁছবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tarakeswar Train Time Table: শ্রাবণে মহাদেবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে যাচ্ছেন? বিভিন্ন স্টেশন থেকে একগুচ্ছ ট্রেনের সুবিধে! জানুন সময়সূচি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement