#কলকাতা: পারিবারিক জয় পেলেন তৃণমূল প্রার্থী তারক সিং। কলকাতা পুর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাঁর মেয়ে কৃষ্ণা সিং, অমিত সিং ও তারক নিজে। ১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিত সিং জিতলেন সাড়ে সাত হাজার ভোটে। এর আগে উপনির্বাচনে পাঁচ হাজারের বেশি ভোটে জিতেছিলেন অমিত। এ বারে পুর নির্বাচনে ব্যবধান বাড়িয়ে তিনি জিতলেন সাড়ে সাত হাজার ভোটে। বিপুল ব্যবধানে জিতলেন তারক নিজেও। তাঁর জয়ের ব্যবধান ৮ হাজার ২৫৮। জয়ের পরে বেরিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেওয়ার আগেই অমিত এগিয়ে গিয়ে প্রণাম করলেন বাবা তারককে। যেন এক পারিবারিক জয়ের ছবি, যেন সুখী এক পরিবার।
আরও পড়ুন: জিতে গেলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা, আরও পাঁচ আসনে জয়ী তৃণমূল
তারক সাংবাদিকদের বললেন, আমরা জানতাম আমরা জিতব। অনেকেই পরিবারতন্ত্রের অভিযোগ করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছেন, মানুষের জন্য কাজ করাটাই আসল বিষয়। আমরা কাজ করেছি, তাই এই জয় পেয়েছি। আমরা জানতাম আমার পরিবারের তিনজনই জিতব। কিন্তু কাকলি বাগের জয় আমাকে খুব খুশি করেছে। ও নতুন প্রার্থী। আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
আরও পড়ুন: ৮টি আসনে জয় তৃণমূলের, কংগ্রেসের ঝুলিতে ১টি আসন
অমিত সিং বেরিয়ে এসে বলেছেন, "আমি উপনির্বাচনে সাড়ে পাঁচ হাজার ভোটে জিতেছিলাম। এ বার সেই ব্যবধান অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমার কাজ হবে সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষের পাশে থাকব। কাজ করব।" একই ভাবে জয় পেয়েছেন তারকের কন্যা কৃষ্ণা সিংও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।