#কলকাতা: ছোট লালবাড়ির লড়াইয়ের ফল কী হবে? মঙ্গলবার সকাল থেকে সেই বিষয়ে জানতেই নজর থাকবে শহর, রাজ্য, এমনকী দেশেরও। বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। তবে পাল্টা ভাল ফল হবে বলে দাবি করেছে বিজেপি ও বামেরাও। কিন্তু প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে মঙ্গলবার। সকাল থেকেই একে একে আসতে থাকবে উত্তর থেকে দক্ষিণের খবর।
আজ কলকাতার পুরযুদ্ধের ফল ঘোষণা। শহরের ১১টি গণনাকেন্দ্রে ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। গণনাকেন্দ্র গুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা। ২০০ মিটার এলাকায় জারি ১৪৪ ধারা ৷
পুরভোটের গণনায় নিরাপত্তা বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ পুলিশের। মোতায়েন ২ হাজার পুলিশ। থাকছেন কম করে এক হাজার অফিসার। গণনা কেন্দ্রের বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা।
২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনেও একতরফা জয় পেয়েছিল তৃণমূল৷ ২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনে ১১৪টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল৷ বামেরা জয়ী হয়েছিল ১৫টি আসনে৷ ৭ আসন দখল করে বিজেপি৷ কংগ্রেস পেয়েছিল ৫টি, নির্দলদের ঝুলিতে যায় তিনটি আসন৷ যদিও পরবর্তী সময়ে বিভিন্ন দল থেকেই তৃণমূলে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন পুর প্রতিনিধি৷