সুদীপ প্রার্থী হলে প্রচারে থাকবেন না, শুনবেন না মমতার অনুরোধও! এবার বিদ্রোহী তাপস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এই প্রথম নয়, এর আগেও সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাপস৷ সাংসদ এবং বিধায়কের প্রকাশ্য সংঘাত নিয়ে সেই সময়ও অস্বস্তিতে পড়ে তৃণমূল৷
কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছে৷ কুণাল ঘোষের পর এবার কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বিধায়ক তাপস রায়৷ স্পষ্ট জানিয়ে দিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করলে তিনি প্রচারে নামবেন না৷ এমন কি, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি নিজের সিদ্ধান্ত বদল করবেন না বলে জানিয়ে দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক৷
প্রসঙ্গত, গতকালই দলের অন্দরে সরব হন কুণাল৷ প্রথমে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি৷ এর পর কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে সরব হন কুণাল৷ সুদীপের সঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ নিয়ে অভিযোগ তোলেন তিনি৷
advertisement
advertisement
কুণালকে সমর্থন করে তাপস রায় বলেছেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল যদি ফের প্রার্থী করে আমি অন্তত প্রচারে থাকব না৷ এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমাকে অনুরোধ করলেও আমার অবস্থান বদলাবে না৷’ তাপসের আরও অভিযোগ করেন, সারা বছর সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রয়োজনেই পান না তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা৷ ভোটের চার মাস আগে থেকে তিনি সক্রিয় হন বলেও অভিযোগ করেন তাপস৷
advertisement
তবে এই প্রথম নয়, এর আগেও সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাপস৷ সাংসদ এবং বিধায়কের প্রকাশ্য সংঘাত নিয়ে সেই সময়ও অস্বস্তিতে পড়ে তৃণমূল৷ তখন তাপসের মানভঞ্জনের জন্য কুণালকেই দূত হিসেবে তাঁর বাড়িতে পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্ব৷
তাপস রায় বরানগরের বিধায়ক হলেও তিনি বউবাজার এলাকার দীর্ঘদিনের বাসিন্দা৷ ওই এলাকায় তাঁর রাজনৈতিক প্রভাবও যথেষ্ট৷ সেই সূত্রেই এলাকার সাংসদ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাত৷ তৃণমূলের প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত কলকাতা উত্তর কেন্দ্রের জন্য কার নাম থাকে, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 11:18 AM IST