রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তাপস পাল

Last Updated:

রোজভ্যালি কাণ্ডে তাপস পালের বিরুদ্ধে তদন্ত ৷ শুক্রবার CBI দফতরে অভিনেতা তাপস পালকে তলব করা হয় ৷ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷

#কলকাতা: রোজভ্যালি কাণ্ডে তাপস পালের বিরুদ্ধে তদন্ত ৷ শুক্রবার CBI দফতরে অভিনেতা তাপস পালকে তলব করা হয় ৷ চার ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ রোজ ভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তিনি বলে অভিযোগ ৷ নদিয়া জেলায় টাকা সংগ্রহেও ভূমিকা ছিল তাঁর ৷ সাধারণ মানুষের টাকা তোলায় সহযোগিতার কাজে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনি ৷ তাপস পালের কাছে বশ কিছু নথি চাওয়া হয়েছিল ৷ সেই নথিও দেননি তাপস বলে অভিযোগ ৷ সিবিআইয়ের কাছে সদুত্তর দিতে পারেননি তাপস ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ আপাতত তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে ৷ তাপপসের সূত্র ধরেই কয়েকজন সাংসদ-নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে ৷ তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে খবর ৷
এর আগে সিবিআই এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ৷ গৌতম কুণ্ডকে সাহায্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ গৌতম কুণ্ডর সঙ্গে তার আর্থিক লেনদেনের প্রমান পেয়েছে গোয়েন্দা সংস্থা ৷
জানা গিয়েছে, রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। চিট ফান্ডের টাকা সিনেমায় লগ্নি করতে সাহায্য করা হয়েছে ৷ তার বদলে সেই সময় রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর করা হয় তাপস পালকে ৷
advertisement
advertisement
সেই সময় সংস্থার সঙ্গে তাপস পালের কী চুক্তি হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করার জন্যেই তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে ৷
এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সস্ত্রীক সিজিও কমপ্লেক্সে CBI দপ্তরে পৌঁছন তাপস পাল। চলতি মাসের ২৭ তারিখ তাকে চিঠি পাঠিয়ে তলব করে সিবিআই ৷ এর কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তাপস পাল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement