#কলকাতা: বালির তপন দত্ত হত্যা মামলায় নয়া মোড়। হাওড়া আদালতের রায় খারিজ করে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল হাইকোর্ট। আজ বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর আগে, পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেয় হাওড়া আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতে যান নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা।
২০১১ সালের ৬ মে রাতে খুন হন তপন দত্ত। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। ওই মামলায় ষষ্ঠী গায়েন, তাঁর ভাই অসিত গায়েন, শুভাশিস ভৌমিক, কার্তিক দাস ও রমেশ মাহাতকে বেকসুর খালাস দেওয়া হয়।
স্কুটারে বাড়ি ফেরার পথে ঘোষপাড়া অশোকতলায় রেল ক্রসিংয়ের কাছে খুন হন তপন দত্ত। খুব কাছ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় বালির তৃণমূল নেতাকে। ঘটনায় নাম জড়ায় মন্ত্রী অরূপ রায়েরও । তদন্ত শুরু করে বালি থানার পুলিশ। তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে সিআইডি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bali, High Court, Murder, Tapan Dutta