Tangra Case Update: 'না' আর 'হ্যাঁ', ট্যাংরা-কাণ্ডে গ্রেফতার প্রসূনের উত্তরে তোলপাড়! আদালতে শুরু ফিসফাস! তাহলে কি...
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Tangra Case Update: বিচারক প্রসূনকে ডেকে পাঠান ও জিজ্ঞাসা করেন ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করবেন? প্রসূন জানা, হুম।
কলকাতা: ট্যাংরা-কাণ্ডে ধৃত প্রসূন দে-কে বৃহস্পতিবার নিয়ে আসা হয় শিয়ালদহ আদালতে। এদিন আদালতে সরকারি আইনজীবী আবেদন জানান, প্রসূন দে-কে জেল হেফাজতের। উনি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করবেন বলে জানান আইনজীবী।
বিচারক প্রসূনকে ডেকে পাঠান ও জিজ্ঞাসা করেন ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করবেন? প্রসূন জানা, হুম। তাঁকে জিজ্ঞেস করা হয়, আপনার আর কিছু বলার আছে?প্রসূন না বলেন।
আরও পড়ুন: বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে-কখন? জরুরি খবর জেনে নিন
আদালতে প্রসূনকে প্রশ্ন করা হয়, দু’দিন পুলিশ কাস্টডিতে কোনও অসুবিধা হয়েছে? যা যা লেখা আপনার দোষ স্বীকার করার কথা সেটা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন তো? প্রসূন ফের ঘাড় নেড়ে উত্তর দেয় না। কেউ আপনাকে জোর করেনি তো? প্রসূন ঘাড় নেড়ে উত্তর দেন, না।
advertisement
advertisement
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিংয়ে ভারতের সেরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তালিকায় বাংলার কোন কলেজ জানেন? জেনে নিন
বিচারক বলেন, ওরা আপনাকে জেলে পাঠাতে চায়। প্রসূন বলেন, আমি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করতে চাই। সেটা করার একটা নিয়ম আছে। জেলে যাওয়ার পর আপনি দুদিন সময় পাবেন। পুরো বিষয়টা ভাববার। তারপর আপনি আপনার কথা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। প্রসূন দে-কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
রৌনক দত্ত চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2025 6:45 PM IST










