ভাঙতেই হবে টালা ব্রিজ, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত
Last Updated:
বুধবার সকালে নবান্নে টালা ব্রিজ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই মুখ্যসচিব রাজীবা সিনহাকে রিপোর্ট দেন ভিকে রায়না।
#কলকাতা: ভেঙেই ফেলতে হবে টালা ব্রিজ। মুখ্যসচিবকে দেওয়া রিপোর্টে এই সুপারিশই করলেন ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়না। শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আশঙ্কা ছিলই। ব্রিজ বিশেষজ্ঞ ভিকে রায়নার রিপোর্টে সেটাই সত্যি হল।
বুধবার সকালে নবান্নে টালা ব্রিজ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই মুখ্যসচিব রাজীবা সিনহাকে রিপোর্ট দেন ভিকে রায়না। রিপোর্টে রয়েছে, ভেঙে ফেলতে হবে টালা ব্রিজ৷ ব্রিজের ৭ জায়গার অবস্থা বিপজ্জনক৷ রেললাইনের উপরের অংশ সবচেয়ে বিপজ্জনক৷ ব্রিজের স্বাস্থ্য ফেরানোর কোনও উপায় নেই৷
আগেই টালা ব্রিজ ভাঙার সুপারিশ করেছিল কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধেরও সুপারিশ করেছিল। কিন্তু পুজোর মুখে টালা ব্রিজে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করতে পারেনি রাজ্য সরকার। বাস ও ট্রাক চলাচল বন্ধ হলেও, তিন টনের কম ওজনের গাড়ি চলাচলে ছাড় দিয়েছিল পুলিশ-প্রশাসন। রায়নার রিপোর্টের পর ব্রিজটি ভাঙা ছাড়া পথ নেই। রায়নার প্রস্তাব, দু’মাসের মধ্যে ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখে টালা ব্রিজের বিকল্প রাস্তা খুঁজুক পুলিশ-প্রশাসন। সেইসঙ্গে নতুন ব্রিজ তৈরিরও পরিকল্পনা নিক। শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 10, 2019 11:47 AM IST