Sweta Chakraborty: মামা ভাগ্নি বলেই জানতেন, অয়ন শ্বেতার আসল সম্পর্ক জেনে হতবাক প্রতিবেশীরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আদতে নৈহাটির বাসিন্দা শ্বেতা চক্রবর্তী কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন৷
কলকাতা: ইডি-র সূত্রের দাবি, অয়নের বান্ধবী ছিলেন শ্বেতা৷ বান্ধবীকে অভিনেত্রী করতে টলিউডে টাকাও ঢেলেছিলেন অয়ন৷ কিন্তু উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়র রথতলার যে আবাসনে শ্বেতা থাকতেন, সেখানে তাঁর প্রতিবেশীরা জানতেন অয়ন সম্পর্কে শ্বেতার মামা হন! নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়নের গ্রেফতারি এবং তার পর শ্বেতার নাম উঠে আসার পর ওই আবাসনের বাসিন্দাদের এখন চক্ষু চড়কগাছ৷
আদতে নৈহাটির বাসিন্দা শ্বেতা চক্রবর্তী কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন৷ তিনি আবার পেশায় মডেলও৷ অয়নের সৌজন্যে একটি বাংলা ছবিতে অভিনয়ও করেন শ্বেতা৷ যদিও অয়ন শীলের বিনিয়োগে তৈরি হওয়া সেই ছবিটি মুক্তি পায়নি৷
আরও পড়ুন: 'ED রেড করতে পারে', একদিন আগেই অয়ন শীলকে সতর্ক করেছিল বান্ধবী শ্বেতা, কিন্তু জানল কী ভাবে? চ্যাট হিস্ট্রি দেখে তাজ্জব গোয়েন্দারা
advertisement
advertisement
নৈহাটির বাড়ি ছেড়ে রথতলার কাছে একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন শ্বেতা চক্রবর্তী৷ সেখানে মাঝেমধ্যেই যেতেন অয়নও৷ এমনিতে প্রতিবেশীদের সঙ্গে শ্বেতা খুব একটা কথা বলতেন না৷ কিন্তু অয়নকে নিজের মামা বলেই প্রতিবেশীদের কাছে পরিচয় দিয়েছিলেন শ্বেতা৷ ওই আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, গত প্রায় এক সপ্তাহ ধরে শ্বেতা আর আবাসনে আসছেন না৷
advertisement
সূত্রের খবর, হুগলির জিরাটের একটি পঞ্চায়েত অফিসে কাজ করতেন শ্বেতা৷ সেখান থেকে তিনি ট্রান্সফার নিয়ে চলে আসেন বলাগড়ের নিত্যানন্দপুর পঞ্চায়েতে৷ আগে থেকেই সেখানে কাজ করতেন অয়ন৷ ওই পঞ্চায়েতের কর্মীরা জানাচ্ছেন, মাঝেমধ্যেই একসঙ্গে বাড়ি ফিরতেন অয়ন-শ্বেতা৷ এর পর ধীরে ধীরে অয়নের প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে৷
advertisement
২০১৬ সালে কামারহাটি পুরসভায় সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন শ্বেতা৷ তাঁর এই চাকরিও অয়নের সৌজন্যে কি না, সেই প্রশ্ন উঠছে৷ অয়নের সঙ্গে মেয়ের যোগাযোগের কথা শ্বেতার বাবাও স্বীকার করেছেন৷ ইডি-র দাবি, সল্টলেকে অয়নের অফিস থেকে শ্বেতার সম্পত্তির নথি, গাড়ির কাগজপত্র, ব্যাঙ্কের নথি পেয়েছেন তাঁরা৷ শ্বেতার বিপুল সম্পত্তিও এখন ইডি-র নজরে রয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 11:20 AM IST