১২-৪টে! ফাঁকা রাস্তায় মিষ্টির দোকান খুলে লাভ কী? প্রশ্ন মিষ্টান্ন ব্যবসায়ীদের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#কলকাতা: গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দুধ ও ছানা নষ্ট রুখতে মিষ্টির দোকান খুলতে হবে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখতে হবে মিষ্টির দোকান। তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল জেলায় জেলায়। হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক শৈবাল মোদক জানাচ্ছেন, যে সময়ে দোকান খোলা রাখতে বলা হয়েছে, সেই সময় এমনিতেই মানুষজন রাস্তাতে কম বের হন। তিনি আরও বলেন, আমরা সমিতি থেকে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছি । তবে যাঁরা দোকান খুলতে চান, খুলতে পারেন।
হুগলি জেলার অন্যতম মিষ্টান্ন দোকান ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা দোকান খুলছি । যাতে দুগ্ধ শিল্প বজায় থাকে। তবে পরে যদি আবার লকডাউন করতে হয়, আমরা সামিল হব। এক মিষ্টিপ্রেমী জানান, বাঙালির প্রিয় খাবার মিষ্টি । তিনদিন আগে বাড়ির মিষ্টির স্টক শেষ হয়ে গিয়েছে । কাল মুখ্যমন্ত্রী ঘোষণার পর আজ মিষ্টির দোকান খোলায় তাই লাইন দিয়েছি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 3:27 PM IST