Swati Ghosh: ফের বাংলার মুখ উজ্জ্বল করলেন স্বাতী, আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারকের ভূমিকায় বঙ্গতনয়া

Last Updated:

Bengali Artist Swati Ghosh: এ বছর ফের একবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আমন্ত্রণ পেলেন স্বাতী ৷ সে দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারকের ভূমিকায় দেখা যাবে এই বাঙালি কন্যাকে।

কলকাতা: করোনার জেরে গত বছর থেকে শুরু হওয়া লকডাউনে অনেক মানুষের জীবনে অনেক কিছুরই বদল ঘটেছে ৷ তবে সবার ক্ষেত্রে লকডাউন পর্বটা ততটাও খারাপ যায়নি ৷ বঙ্গতনয়া স্বাতী ঘোষের (Swati Ghosh) কাহিনীও অনেকটা তেমনই ৷ স্বামী মার্চেন্ট নেভি অফিসারের চাকরি ছেড়ে দক্ষিণ কোরিয়ায় জাহাজ তৈরির সংস্থায় যোগ দেওয়ায় ছেলেকে সঙ্গী করে স্বাতীও একসময়ে পৌঁছে গিয়েছিলেন কোরিয়ার ইঞ্চিওনে ৷ তখনও করোনার দাপট শুরু হয়নি ৷ কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই ছবিটা সম্পূর্ণ বদলে যায় ৷ লকডাউনের জেরে ধীরে ধীরে বন্ধ হতে থাকে দেশে ফেরার উড়ান ৷ চরম দুশ্চিন্তা এবং উৎকন্ঠার মধ্যেই দিন কাটছিল ৷ হঠাৎই স্বাতী একদিন জানতে পারেন, দক্ষিণ কোরিয়া সরকার একটি আন্তর্জাতিক অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করেছে ৷ শিল্পী স্বাতী বসে পড়েন কাগজ-পেন্সিল নিয়ে ৷ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ জন শিল্পীর আঁকা ছবিগুলির মধ্যে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নেয় স্বাতীর আঁকা ছবিটিই ৷ যা জায়গা পায় দক্ষিণ কোরিয়ার সরকারি মিউজিয়ামে ৷ এ বছর ফের একবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আমন্ত্রণ পেলেন স্বাতী ৷ সে দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারকের ভূমিকায় এবার দেখা যাবে এই বাঙালি কন্যাকে।
Photo Courtesy: Swati Ghosh/Facebook Profile Photo Courtesy: Swati Ghosh/Facebook Profile
দক্ষিণ কোরিয়ার জিওজে শহরে ইন্টারন্যাশনাল কালচার অ্যান্ড আর্ট ফেডারেশন ও ‌‌ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের যৌথ উদ্যোগে চলবে এই প্রদর্শনী। সেই মঞ্চে ভারত থেকে প্রথম মহিলা বিচারক হিসাবে জায়গা করে নিলেন স্বাতী। আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন এই বঙ্গতনয়া ৷ এবার আরও বড় দায়িত্বে স্বাতী৷ একাধিক বিভাগে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে ১৪ জনের একটি বিচারকমণ্ডলী থাকবে। যার অন্যতম সদস্য হিসাবে তাঁকে মনোনীত করা হয়েছে। ইন্টারন্যাশনাল কালচারাল অ্যান্ড আর্ট ফেডারেশন (ICAF)-এর এই প্রদর্শনীতে ইতিমধ্যেই বিশ্বের ৬০টি দেশ থেকে প্রায় ২৬০-এরও বেশি শিল্পীর কাজ এসে পৌঁছেছে। তাঁদের শিল্পকলা প্রদর্শিত হবে এ বছর সেপ্টেম্বরে। গত সাত বছর ধরে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে এই সংস্থা ৷ যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং শিল্প কলার প্রদর্শনী হয়ে থাকে ৷ স্বাতীর কথায় তাঁদের পরিবারের আধ্যাত্মিক গুরু যোগীরাজ শক্তিকিঙ্কর লাহা রায় তাঁর সকল অনুপ্রেণার উৎস ৷ পাশাপাশি বাবা পার্থ সারথী রায় চৌধুরি, মা পর্ণা রায় চৌধুরী এবং স্বামী প্রসেনজিৎ ঘোষের কাছ থেকেও বরাবরই তাঁর কাজের জন্য উৎসাহ এবং সাহায্য পেয়েছেন তিনি ৷ স্বামীর সঙ্গে কর্মসূত্রে নরওয়েতে থাকলেও বর্তমানে কলকাতায় ফিরেছেন স্বাতী ৷ এরপরই আইসিএএফ-এর ডাকে ফের দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swati Ghosh: ফের বাংলার মুখ উজ্জ্বল করলেন স্বাতী, আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারকের ভূমিকায় বঙ্গতনয়া
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement