Swastha Sathi: বিপদে বন্ধু স্বাস্থ্য সাথী কার্ড! সরকারি পরিসংখ্যানেই মিলছে প্রমাণ, দাবি স্বাস্থ্য ভবনের

Last Updated:

স্বাস্থ্যভবন সূত্রে খবর, বেশিরভাগ উপভোক্তাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টের বড়সড় অপারেশন করিয়ে নিচ্ছেন।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অভিযোগ শোনা গেলেও এবার মিলল স্বস্তির খবর।  টাকার অভাবে যে অপারেশন আটকে ছিল তাই হল অতি সহজে। বেসরকারি হাসপাতালের খরচে এড়িয়ে হচ্ছে হার্টের অস্ত্রোপচার। যা একসময় ছিল অসম্ভব।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, বেশিরভাগ উপভোক্তাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টের বড়সড় অপারেশন করিয়ে নিচ্ছেন। তার পরেই রয়েছে ক্যানসারের চিকিৎসা। আর তৃতীয় স্থানে রয়েছে হাঁটু বদলের মতো ব্যয়বহুল অপারেশন।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তথ্যগুলি জানা গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত অর্থবর্ষে স্বাস্থ্যসাথীর দৌলতে বিভিন্ন ধরনের হার্টের অপারেশনই হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি অর্থমূল্যের। অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বাইপাস,ভালভ, পেসমেকার বসানো, কী নেই তাতে।
advertisement
পরিবারে কারও ক্যানসার ধরা পড়লে সংশ্লিষ্ট সবার কী মানসিক অবস্থা হয়, তা ভুক্তভোগী মাত্রই জানেন। গত এক বছরে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বেসরকারি ও বড় সরকারি হাসপাতালে রেডিওথেরাপি ও কেমোথেরাপির সুবিধা পেয়েছেন কয়েক হাজার ক্যানসার আক্রান্ত। দেখা যাচ্ছে, ইমেজ গাইডেড ও লিনিয়ার অ্যাক্সিলারেটরের মতো অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ৫০ কোটি টাকার চিকিৎসা হয়েছে বিনামূল্যে৷
advertisement
চল্লিশের কোঠা থেকেই অস্টিওআথ্রাইটিস, অস্টিওপোরোসিস কাহিল করছে অনেককে । হার্ট, ক্যান্সারের পরই সবচেয়ে বেশি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়েছেন হাঁটু বদল, জয়েন্ট বদল, কোমর বদলের মতো বড় অস্ত্রোপচার করাতে৷  ১ বছরে রাজ্যবাসী প্রায় ২৩ কোটি ৬০ লক্ষ টাকা অর্থমূল্যের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি স্বাস্থ্যসাথীর মাধ্যমে করিয়েছেন।
পশ্চিম মেদিনীপুরের পিংলার গৃহবধূ চম্পা বেরা বললেন, 'যে যাই বলুক, স্বাস্থ্যসাথী কতটা উপকারী, আমরা হাতেকলমে টের পেয়েছি। এই কার্ডের দৌলতে শ্বশুরমশাই সঞ্জয় বেরার জিভে ক্যানসারের অপারেশন হল। তাও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মতো বড় প্রতিষ্ঠানে।' স্বাস্থ্যসাথীর সাহায্যে মা আমিনা খাতুনের হার্ট ভালভের অপারেশন করিয়ে যারপরনাই খুশি মেয়ে সালেমা। শুক্রবার বললেন, ‘উত্তর ২৪ পরগণার একটি প্রাইভেট হাসপাতালে মায়ের ভালভের অপারেশন হয়েছে। আমরা খুবই উপকৃত হয়েছি।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Swastha Sathi: বিপদে বন্ধু স্বাস্থ্য সাথী কার্ড! সরকারি পরিসংখ্যানেই মিলছে প্রমাণ, দাবি স্বাস্থ্য ভবনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement