মনোজ কুমারের সঙ্গে কী সম্পর্ক? জানতে তলব শুভ্রা কুণ্ডুকে

Last Updated:

কলকাতা পুলিশ ডাকলেও ইডির অনুমতি না মেলায় লালবাজারে গেলেন না সাসপেন্ডেড ইডি কর্তা মনোজ কুমার।

#কলকাতা: কলকাতা পুলিশ ডাকলেও ইডির অনুমতি না মেলায় লালবাজারে গেলেন না সাসপেন্ডেড ইডি কর্তা মনোজ কুমার। আজ দিনভর তাঁকে সিজিও কমপ্লেক্সে জেরা করেন দিল্লির স্পেশাল ভিজিলেন্স টিমের দুই শীর্ষ কর্তা। রোজভ্যালি তদন্তের বিভিন্ন দিক নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। মনোজ কুমারকে জেরা চলাকালীন সন্ধেয় ইডি দফতরে হাজিরা দিলেন ম্যাডাম রোজভ্যালি শুভ্রা কুণ্ডু।
ম্যাডাম রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠতার কারণ জানতে শুক্রবার সাসপেন্ডেড ইডি কর্তাকে তলব করে লালবাজার। দিল্লির সদর দফতরের অনুমতি না মেলায় লালবাজারে যেতে পারলেন না মনোজ কুমার। ইডি কর্তারা ই-মেল করে লালবাজারে জানায়--
লালবাজার এড়ালেন মনোজ
advertisement
-- বিভাগীয় তদন্ত চলার ফলে লালবাজারে যেতে পারবেন না মনোজ কুমার
advertisement
-- দিল্লি সদর দফতরের ডিরেক্টর ই-মেল করেন লালবাজারে
-- দুপুর ৩টেয় লালবাজারে ই-মেল করেন মনোজ কুমারও
-- সময় চেয়ে ই-মেল করেন সাসপেন্ডেড কর্তা
রোজভ্যালিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের খাতিরে দায়িত্ব থেকে সরানোর পর বৃহস্পতিবার রাতেই ইডি কর্তা মনোজ কুমারকে সাসপেন্ড করা হয়। শুক্রবার ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে দিনভর তাঁকে জেরা করেন দিল্লি ইডির স্পেশাল ভিজিলেন্স টিমের দুই শীর্ষ আধিকারিক। রোজভ্যালিকাণ্ডের তদন্ত নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি আধিকারিকরা জানতে চান--
advertisement
-- এখনও বহু অভিযুক্তকে মুক্ত, কেন তাঁদের গ্রেফতার করা হয়নি?
-- কেন বেশ কয়েকজন অভিযুক্তকে একবারও জেরা করা হয়নি?
-- শুভ্রা কুণ্ডুকে কতবার ডাকা হয়েছে?
-- রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করতে এত সময় কেন লাগল?
শুক্রবারই ম্যাডাম রোজভ্যালিকেও তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃতীয়বারের জন্য সাউথ সিটির ফ্ল্যাটে কলকাতা পুলিশের ডিডি এবং এসটিএফের জেরার পর সন্ধেয় ইডি দফতরে হাজির হন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। ইডি কর্তার সামনেই তাঁদের কী সম্পর্ক প্রশ্ন করেন স্পেশাল টিমের অফিসাররা।
advertisement
-- কীভাবে মনোজ কুমারের সঙ্গে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক শুভ্রা কুণ্ডুর?
-- কবে এবং কীভাবে আলাপ হয় তাঁদের?
-- ডিসেম্বরে উদ্ধার ১৫ কোটি টাকার সঙ্গে মনোজ কুমারের কোনও যোগ রয়েছে কিনা?
ম্যাডাম রোজভ্যালির সঙ্গে দিল্লির হোটেলে রাত্রিবাস। বিমানবন্দর ও হোটেলের বিতর্কিত ফুটেজ। অর্থ পাচারেও জড়িত থাকার অভিযোগ উঠেছে মনোজ কুমারের বিরুদ্ধে। সাসপেন্ডেড ইডি কর্তার বিপুল সম্পত্তির উপরেও নজর রয়েছে দিল্লির তদন্তকারী স্পেশাল টিমের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মনোজ কুমারের সঙ্গে কী সম্পর্ক? জানতে তলব শুভ্রা কুণ্ডুকে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement