Suvendu Adhikari | Sukanta Majumder: ‘কালো টাকা সাদা’! ২০০০ টাকার নোট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্ত-শুভেন্দুর

Last Updated:

সম্প্রতি ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা যে কোনও ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে৷ এর মধ্যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যে ২০০০ টাকার নোট থাকায় তা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে৷

কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তৃণমূলের তরফে দেওয়া আর্থিক ক্ষতিপূরণে ২০০০ টাকার নোট৷ আর সেই নোট নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা৷ এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে এক যোগে সুর চড়িয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইটে একটি ছবি সহ চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করছেন রাজ্যের একজন মন্ত্রী। সাধুবাদ জানাই। কিন্তু এ প্রসঙ্গে এই প্রশ্নটাও রাখছি, একসাথে ২০০০ টাকার নোটে ২ লক্ষ টাকার বান্ডিলের উৎস কী? বর্তমানে ২০০০ টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে ২০০০ টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কী বৃদ্ধি করা হল না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূল পদ্ধতি নয় কি?’’
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে বড় ’চমক’! মানুষের কথা শুনবেন এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, জেনে নিন গোটা বিষয়
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘এই বিষয়টি ক্যানিং এবং বাসন্তী থেকেই ওখানকার মানুষজন আমাকে জানিয়েছেন। অনেকেই ২০০০ টাকার নোটে তৃণমূলের আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভয়ে অনেকে বলতে চাইছেন না।’’ শুভেন্দু অধিকারীর অভিযোগ, নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কালো টাকা সাদা করতে চাইছে তৃণমূল।
advertisement
advertisement
আরও দেখুন: ফিরহাদ হাকিমের নগরায়ণ ভবনে সকাল সকাল হাজির CBI, কী হল তারপর? তুঙ্গে জল্পনা
সম্প্রতি ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা যে কোনও ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে৷ এর মধ্যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যে ২০০০ টাকার নোট থাকায় তা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Sukanta Majumder: ‘কালো টাকা সাদা’! ২০০০ টাকার নোট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্ত-শুভেন্দুর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement