Suvendu Adhikari: ‘বিজেপির সঙ্গে কী করেছেন সব তথ্য আছে, ফাঁস করে দেব...’ বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Last Updated:

শুভেন্দু বলেন, ‘‘নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন। কিন্তু বিজেপির কোনও কথা তুলবেন না। বিজেপিকে নিয়ে যদি কোনও কথা আপনি বলেন তাহলে আপনি গত দু’দিনে বিজেপির সঙ্গে কী করেছেন, তার সব তথ্য আমার কাছে আছে। সব ফাঁস করে দেব।

বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘ভাইয়ের সঙ্গে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুক্তি ছিল তাঁকে সাংসদ করার। কিন্তু ভাগ বাটোয়ারা কম পড়ায় বাবুন বন্দ্যোপাধ্যায় টিকিট পাননি।’’ বাবুন বন্দোপাধ্যায় ইস্যুতে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন। কিন্তু বিজেপির কোনও কথা তুলবেন না। বিজেপিকে নিয়ে যদি কোনও কথা আপনি বলেন তাহলে আপনি গত দু’দিনে বিজেপির সঙ্গে কী করেছেন, তার সব তথ্য আমার কাছে আছে। সব ফাঁস করে দেব। এমন হাটে হাড়ি ভাঙব যে আপনি মুখ দেখাতে পারবেন না।’’
advertisement
বাবুন বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে রীতিমতো এই হুঁশিয়ারির সুরও শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। পাশাপাশি বিজেপিতে যে দুর্নীতিগ্রস্ত পরিবারের সদস্য বাবুনকে নেওয়া যে হবে না, সে কথাও স্পষ্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, তৃণমূল প্রার্থী না করায় বিজেপির সঙ্গে যোগাযোগ! ভাই বাবুনের ভূমিকায় চরম ক্ষুব্ধ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সাফ জানিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার বলেন, ‘‘পরিবারতন্ত্র নয়, তিনি মানুষতন্ত্রে বিশ্বাসী। যে ভদ্রলোকের কথা আপনারা বলছেন, তাঁর অনেক কাজ আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনও বরদাস্ত করিনা। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়। প্রত্যেক ইলেকশনে অনেক অশান্তি করেছে।’’ বাবুনে চরম ক্ষুব্ধ মমতা।
advertisement
ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথাও প্রকাশ্যে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আমার মেম্বারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম। শুধু আমি নই। আমার রক্তের পরিবারেরও যাঁরা আছে। সবার সম্পর্ক ওর সঙ্গে শেষ হয়ে গেল। আজ থেকে কোনও রিলেশন নেই। আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। প্লিজ দয়া করে আমার নাম ইউজ করবেন না। আমি টোটাল ডিস অ্যাসোসিয়েট করে দিয়েছি। নো রিলেশন।’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। চলে যান দিল্লি। খবর এমনটাই। আর এতেই ব্যাপক ক্ষুব্ধ মমতা। যদিও প্রথমে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাওড়ায় নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা করলেও দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়ার পর পরই ইউটার্ন নেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘দিদির কাছে ক্ষমা চেয়ে নেব। দিদি যা বলবে তাই করব।’’ বিজেপির সঙ্গে যোগাযোগের কথাও অস্বীকার করেন বাবুন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘বিজেপির সঙ্গে কী করেছেন সব তথ্য আছে, ফাঁস করে দেব...’ বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement