Suvendu Adhikari: ‘বিজেপির সঙ্গে কী করেছেন সব তথ্য আছে, ফাঁস করে দেব...’ বাবুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুভেন্দু বলেন, ‘‘নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন। কিন্তু বিজেপির কোনও কথা তুলবেন না। বিজেপিকে নিয়ে যদি কোনও কথা আপনি বলেন তাহলে আপনি গত দু’দিনে বিজেপির সঙ্গে কী করেছেন, তার সব তথ্য আমার কাছে আছে। সব ফাঁস করে দেব।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘ভাইয়ের সঙ্গে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চুক্তি ছিল তাঁকে সাংসদ করার। কিন্তু ভাগ বাটোয়ারা কম পড়ায় বাবুন বন্দ্যোপাধ্যায় টিকিট পাননি।’’ বাবুন বন্দোপাধ্যায় ইস্যুতে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘নিজের দিদিকে নিয়ে যা খুশি বলুন। কিন্তু বিজেপির কোনও কথা তুলবেন না। বিজেপিকে নিয়ে যদি কোনও কথা আপনি বলেন তাহলে আপনি গত দু’দিনে বিজেপির সঙ্গে কী করেছেন, তার সব তথ্য আমার কাছে আছে। সব ফাঁস করে দেব। এমন হাটে হাড়ি ভাঙব যে আপনি মুখ দেখাতে পারবেন না।’’

advertisement
বাবুন বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে রীতিমতো এই হুঁশিয়ারির সুরও শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। পাশাপাশি বিজেপিতে যে দুর্নীতিগ্রস্ত পরিবারের সদস্য বাবুনকে নেওয়া যে হবে না, সে কথাও স্পষ্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, তৃণমূল প্রার্থী না করায় বিজেপির সঙ্গে যোগাযোগ! ভাই বাবুনের ভূমিকায় চরম ক্ষুব্ধ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সাফ জানিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার বলেন, ‘‘পরিবারতন্ত্র নয়, তিনি মানুষতন্ত্রে বিশ্বাসী। যে ভদ্রলোকের কথা আপনারা বলছেন, তাঁর অনেক কাজ আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনও বরদাস্ত করিনা। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়। প্রত্যেক ইলেকশনে অনেক অশান্তি করেছে।’’ বাবুনে চরম ক্ষুব্ধ মমতা।
advertisement
ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথাও প্রকাশ্যে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আমার মেম্বারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম। শুধু আমি নই। আমার রক্তের পরিবারেরও যাঁরা আছে। সবার সম্পর্ক ওর সঙ্গে শেষ হয়ে গেল। আজ থেকে কোনও রিলেশন নেই। আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। প্লিজ দয়া করে আমার নাম ইউজ করবেন না। আমি টোটাল ডিস অ্যাসোসিয়েট করে দিয়েছি। নো রিলেশন।’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। চলে যান দিল্লি। খবর এমনটাই। আর এতেই ব্যাপক ক্ষুব্ধ মমতা। যদিও প্রথমে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাওড়ায় নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা করলেও দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়ার পর পরই ইউটার্ন নেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘দিদির কাছে ক্ষমা চেয়ে নেব। দিদি যা বলবে তাই করব।’’ বিজেপির সঙ্গে যোগাযোগের কথাও অস্বীকার করেন বাবুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 7:50 AM IST