Suvendu Adhikari: 'ধরুন আর খরচ করুন!' দুর্গাপুর, রাজগঞ্জ কাণ্ডের পর বাংলাতেও যোগী মডেল চান শুভেন্দু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
দুর্গাপুর এবং রাজগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধী দলনেতা৷
রাজ্যে ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনা আটকাতে উত্তর প্রদেশ মডেলের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের দেখানো এই মডেলই চালু করবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা৷ গতকালই দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে৷ জলপাইগুড়ির রাজগঞ্জেও এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই জোড়া ঘটনার পরিপ্রেক্ষিতেই শুভেন্দুর পরামর্শ, ধরুন আর খরচ করুন৷
বিরোধী দলনেতা বলেন, ‘হাথরস, ত্রিপুরায় যাঁরা টিম পাঠিয়েছিলেন সেই বাঘিনীদের টিম কখন রাজগঞ্জে যাচ্ছে সেই জবাব চাই । এ রাজ্যে ফর্মুলা একটাই৷ চন্দ্রবাবু নাইডু, উত্তর প্রদেশের মতো ধরুন আর খরচ করুন।’
রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে শুভেন্দু আরও বলেন, ‘কুলতলি, চন্দননগর, হাসখালি, কালিয়াগঞ্জ- কোথাও বিচার হয়নি। উত্তর প্রদেশে কীভাবে থামাচ্ছে । দৃষ্টান্তমূলক শাস্তি কোথায় হয়েছে এ রাজ্যে? এই দুই ঘটনায় আমরা ছাড়ব না । বৃহত্তর আন্দোলনে নামব । আগামিকাল রাজগঞ্জে ওই নির্যাতিতা নাবালিকার পরিবারের কাছে যাবে বিজেপি বিধায়কদের টিম । দুর্গাপুরে ইতিমধ্যেই বিধায়কদের টিম আছে। নারী সুরক্ষা নিয়ে লড়াই আগামী দিনে আরও তীব্র করবে বিজেপি-র রাজ্য নেতৃত্ব। রাজনীতি, ধর্ম ভুলে সব মহিলারা ঐক্যবদ্ধ হন।’
advertisement
advertisement
দুর্গাপুর এবং রাজগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন বিরোধী দলনেতা৷ প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও৷ ধর্ষণের মতো অপরাধে ফাঁসির শাস্তি হলেও এ রাজ্যে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘মাটিগাড়ায় দু বছর আগে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার ফাঁসির আদেশ হলেও কার্যকর হয়নি। এ রাজ্যে কার্যকর হয় না । কামদুনি মামলাতেও এ রকমই করেছে এ রাজ্যের সিআইডি। এখানে যোগী আদিত্যনাথের রাজত্ব চাই।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 8:23 PM IST